×

জাতীয়

ফতুল্লায় সেফটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৩ শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৭, ০৯:২৫ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি বাড়ির সেফটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার সন্ধ্যায় ফতুল্লার লালখা এলাকায় আবদুর রশিদ বেপারীর নির্মাণাধীন বাড়ির সেফটিক ট্যাংক থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন নির্মাণ শ্রমিক নবী হোসেন (৩৫), লিয়াকত হোসেন (৪৫) এবং শাহীনুর (৩৩)। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) শাহজালাল বলেন, রবিবার দুপুরে ওই তিন শ্রমিক সেফটিক ট্যাংকে নামে সেন্টারিংয়ের কাঠ খুলতে। কিন্তু ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে ৩ জনই মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনাটি আঁচ করতে পেরে অন্যান্য শ্রমিকরা ভবন নির্মাণের ঠিকাদার আবদুল খালেককে জানালে তিনি ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর থেকে ঠিকাদার আবদুল খালেক এবং বাড়ির মালিক আবদুর রশিদ বেপারী পলাতক রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App