×

রাজনীতি

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, সংসদ বিলুপ্তসহ ২০ দফা প্রস্তাব বিএনপির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৭, ০৬:৩৫ পিএম

নিরপেক্ষ সরকারের অধীন আগামী নির্বাচন, ভোটের আগে সংসদ ভেঙ্গে দেয়াসহ ২০ দফা প্রস্তাব করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১৬ সদস্যর একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের আয়োজিত সংলাপে অংশ নিয়ে এই প্রস্তাব দেয়। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে রবিবার সকাল ১১টা থেকে দুইটা পর্যন্ত তিনঘণ্টা এই সংলাপ চলে। এ সময়ে চারজন নির্বাচন কমিশনার ছাড়া ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংলাপ শেষে মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের সংলাপে আমরা ২০ দফা প্রস্তাব উপস্থাপন করেছি। বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সরকারের প্রচণ্ড অগণতান্ত্রিক আচরণে খুব বেশি আশাবাদী হওয়ার কিছু নেই। তবে উনাদের কথায় কিছুটা আশাবাদী। অন্যদিকে সকালে সংলাপের শুরুতেই সিইসি বলেন, বিএনপির সংলাপের দিকে পুরো জাতি তাকিয়ে আছে। এই দলটি তিন দফা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। বহুদলীয় গণতন্ত্রের সূত্রপাত করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশের উন্নয়নে বিএনপির ভূমিকা অনেক। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে পরামর্শ নিতে গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বসার মধ্য দিয়ে শুরু হয় নির্বাচন কমিশন সংলাপ। বিএনপির জন্য ১২ অক্টোবর ও আওয়ামী লীগের জন্য ১৫ অক্টোবর সংলাপের প্রস্তাব করা হয়। কিন্তু বিএনপি দলীয় কর্মসূচির কথা বলে ১৫ অক্টোবর বসতে চাইলে তাদের জন্য সেইদিনই ঠিক করা হয়। আওয়ামী লীগের অনুরোধে সংলাপের জন্য তাদের সময়ও পিছিয়ে দেওয়া হয় ১৮ অক্টোবর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App