×

আন্তর্জাতিক

নভেম্বরে কার্যকর হবে ইইউ-কিউবা চুক্তি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৭, ০৪:১০ পিএম

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কিউবার মধ্যকার সহযোগিতা চুক্তিটি আসছে ১ নভেম্বর থেকে কার্যকর হবে। হাভানা ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকার মধ্যেই এ খবর দিল ব্রাসেলস। ইইউ র‌্যাকটিভের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। হাভানা ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক করতে এটিকে বড় একটি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ২০১৬ সালে স্বাক্ষরিত এ চুক্তি ইইউ ও কিউবার মধ্যে বাণিজ্যিক সম্পর্কের ভিত্তি স্থাপন করে। কমিউনিস্ট দ্বীপরাষ্ট্রটির প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কঠোর অবস্থান রয়েছে এটিকে তার পাল্টা পদক্ষেপ বলেও মনে করা হচ্ছে। এ চুক্তির অর্থ হলো- ল্যাটিন আমেরিকার অন্য দেশগুলোর সঙ্গে ইইউয়ের যে রকম চুক্তি রয়েছে এখন থেকে কিউবার সঙ্গেও সেরকমই থাকবে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ নভেম্বর থেকে কিউবা ও ইউয়ের মধ্যকার পলিটিক্যাল ডায়ালগ অ্যান্ড কো-অপারেশন এগ্রিমেন্ট কার্যকর হবে। চুক্তিটির পরিপূর্ণ বাস্তবায়নের জন্য ইইউয়ের ২৮টি সদস্য দেশের অনুমোদন লাগবে; যা একটি জটিল প্রক্রিয়া। জটিল ওই প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক বছর লেগে যেতে পারে। এ ছাড়া দুই পক্ষ এ চুক্তির মধ্যে মানবাধিকার বিষয়ে একটি সংলাপের আয়োজন করতেও সম্মত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App