×

জাতীয়

কেশবপুরে কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৭, ০৮:১১ পিএম

যশোরের কেশবপুর উপজেলায় রবি ও খরিপ-১ মৌসুমে ৯৫৩ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকারের বিনামূল্যের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার উপজেলা পরিষদ হলরুমে কেশবপুরের সংসদ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ করেন। এ উপলক্ষে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা। উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত পরিচালক কাজী হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক প্রমুখ। অনুষ্ঠানে ১০০ জনকে ভুট্টা, ৬৫০ জনকে সরিষা, ১০০ জনকে মুগ, ১০০ জনকে তিল ও ৩ জন বিটি বেগুন চাষির প্রত্যেককে ২০ কেজি করে ডিএসপি, ১০ কেজি করে এমওপি সার ও সমপরিমাণ বীজ দেয়া হয়েছে। এর আগে একই মঞ্চে সপ্তাহব্যাপী ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App