×

খেলা

মাইলফলকের সামনে তিন টাইগার

Icon

মাসউদ

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৭, ১১:০৫ পিএম

উপমহাদেশের দলগুলোর জন্য দক্ষিণ আফ্রিকার কন্ডিশন সব সময়ই আলাদা। রোববার থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে নতুন উদ্যমে শুরু করতে চায় মাশরাফি বাহিনী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন টাইগারের সামনে মাইলফলকের হাতছানি। সাকিব, তামিম ও মোস্তাফিজ নিজেদের রেকর্ডের পাল্লা আরো ভারী করার সুযোগ পাচ্ছেন। বিশ্ব ক্রিকেটের তিন সংস্করণেই সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সীমিত ওভারের সিরিজ দিয়ে দলে ফিরেছেন সাকিব। প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে এই অলরাউন্ডার ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিলেও বাংলাদেশ হেরেছে। এরপরও ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী সাকিব। নিজেদের উন্নতির প্রমাণ দেয়ার কথাও শুনিয়েছেন তিনি, এখানে সম্পূর্ণ আলাদা পরিবেশ। যেহেতু আমরা টেস্টে ভালো খেলিনি, তাই ওয়ানডে সিরিজ প্রমাণ করার জায়গা। আমরা উন্নতি করছি এই জিনিসটা যেন দেখা যায়। সবার নজর ওয়ানডেতে, কেউই এই মুহূর্তে টেস্ট সিরিজ নিয়ে ভাবছে না। প্রথম বাংলাদেশি হিসেবে এমসিসির ক্রিকেট কমিটিতে সাকিব আল হাসান যোগ দিতে যাচ্ছেন। সাকিবকে ক্রিকেটের এই অভিজাত অঙ্গনে স্বাগত জানিয়েছেন কমিটির বর্তমান চেয়ারম্যান সাবেক ইংলিশ অধিনায়ক মাইক গ্যাটিং। সাবেক ইংলিশ অধিনায়ক গ্যাটিং বলেছেন, সাকিব প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এমসিসির ক্রিকেট কমিটিতে যোগ দিতে যাচ্ছেন। ক্রিকেটের তিন সংস্করণেরই আন্তর্জাতিক ও ঘরোয়া পরিমন্ডলে তিনি দারুণ অভিজ্ঞ। আমরা এমসিসিতে তার ভালো অবদান প্রত্যাশা করি। সাকিব কমিটিতে সাবেক ইংলিশ অধিনায়ক মাইক ব্রিয়ারলির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। সাকিব ছাড়াও এতে নতুন করে যোগ দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার ইয়ান বিশপ, নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দলের অধিনায়ক সুজি বেটস ও শ্রীলঙ্কার সাবেক অফ স্পিনার ও বর্তমানে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার কুমার ধর্মসেনা। ব্রিয়ারলি ছাড়াও কমিটির সদস্যপদ ছাড়ছেন সাবেক ক্যারিবীয় অধিনায়ক জিমি অ্যাডামস, ইংলিশ নারী দলের সাবেক অধিনায়ক শ্যার্লট এডওয়ার্ডস। আগামী বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়ার সিডনিতে এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রতিনিয়ত নিজেকে নিয়ে যাচ্ছেন উঁচু থেকে আরো উঁচুতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেও যেমন দাঁড়িয়ে নতুন এক মাইলফলকের সামনে। প্রোটিয়াদের বিপক্ষে সাকিব অপেক্ষায় আছেন মাত্র পঞ্চম খেলোয়াড় হিসেবে ২০০ উইকেটের সঙ্গে ৫ হাজার রান পূরণের। ৫০ ওভারের ক্রিকেটে ২০০ উইকেট তুলে নিয়েছেন সাকিব বেশ আগেই। এখন ৫ হাজারি ক্লাবের সদস্য হতে তার দরকার আর মাত্র ১৭ রান। তাতেই সর্বকালের সেরা অলরাউন্ডারদের সংক্ষিপ্ত তালিকায় নিজের নামটি আরো উজ্জ্বল করতে পারবেন সাকিব। ওয়ানডেতে ৫ হাজার রান এবং ২০০ উইকেটের কীর্তি আছে শুধু চার অলরাউন্ডারের, তারা হলেন সনাথ জয়াসুরিয়া, জ্যাক ক্যালিস, শহীদ আফ্রিদি ও আবদুল রাজ্জাক। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক জয়াসুরিয়া ১৩,৪৩০ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৩২৩ উইকেট। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ক্যালিস। ১১,৫৭৯ রানের সঙ্গে ২৭৩ উইকেট তুলে নিয়েছেন সাবেক প্রোটিয়া এই অলরাউন্ডার। এই ক্লাবে পাকিস্তানের খেলোয়াড় দুজন। আফ্রিদি ৮,০৬৪ রানের পাশাপাশি নিয়েছেন ৩৯৫ উইকেট, আর রাজ্জাকের ৫,০৮০ রানের সঙ্গে শিকার ২৬৯ উইকেট। তাদের সঙ্গে ২২৪ উইকেট ও ৪,৯৮৩ রান নিয়ে মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব। ইনজুরির কবলে পড়ে ব্লুমফন্টেইনে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি ওপেনার তামিম ইকবাল। সংশয় তৈরি হয়েছিল তার ওয়ানডেতে খেলা নিয়েও। কারণ দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি তিনি। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তামিমের খেলা নিয়ে সংশয়ের মেঘ অনেকটাই দূর করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তামিমের খেলা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি জানিয়েছেন, তামিম ৮০ ভাগই সুস্থ আছে। আমি আশাবাদী, প্রথম ওয়ানডেতেই তাকে মাঠে দেখা যাবে। এদিকে তামিম প্রথম বাংলাদেশি হিসেবে তিন সংস্করণ মিলিয়ে এগারো হাজার রানের সামনে দাঁড়িয়ে। দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৬৯ রান করতে পারলেই এই লক্ষ্যটা পূরণ হবে বাংলাদেশি ওপেনারের। প্রোটিয়াদের মাটিতে উপমহাদেশের সব দলই ভোগে, সব ফরমেটের ক্রিকেটে। তা ছাড়া ইতিহাস বলছে বাংলাদেশের বিপক্ষে খেলা ১৭ ম্যাচের ১৪টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে যত যাই বলুন না কেন ঘরের মাঠে বরাবরই ফেভারিট দক্ষিণ আফ্রিকা। এ ফেভারিটদের বিপক্ষে পেসার মোস্তাফিজুর রহমানও দাঁড়িয়ে আরেকটি মাইলফলকের সামনে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৬ উইকেট পেলে পূরণ করবেন তিনি উইকেটের হাফসেঞ্চুরি। অন্যদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৫ ম্যাচে ৯ উইকেট পেলে সব সংস্করণ মিলিয়ে উইকেটের সেঞ্চুরি হবে মোস্তাফিজের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App