×

খেলা

বড় ব্যবধানেই আইরিশদের হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল

Icon

মাসউদ

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৭, ১০:১৯ পিএম

বৃষ্টির কারণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ দল ও আয়ারল্যান্ড ‘এ’ দলের চারদিনের ম্যাচের শেষ দিনের খেলা শুরু হয় সকাল পৌনে ১১টায়। তবে জয় তুলে নিতে বেশি বেগ পেতে হয়নি বাংলাদেশের। মাত্র আড়াই ঘণ্টার ব্যাটিংয়ে ৫ উইকেট হাতে রেখেই আইরিশদের দেয়া ১৩২ রানের লক্ষ্যে পৌঁছে তারা। দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন ব্যাটসম্যান ইয়াসির আলী। ফলে আইরিশদের বিপক্ষে সিরিজের একমাত্র অনানুষ্ঠানিক টেস্টে জয় পেল টাইগাররা। শনিবার শেষ দিনে জয়ের জন্য ১০৫ রান প্রয়োজন ছিল বাংলাদেশের, হাতে ছিল ৮ উইকেট। দিনের প্রথম থেকেই রক্ষণাত্মক ব্যাটিং করে দুই উইকেটে ২৭ রান নিয়ে শুরু করা স্বাগতিকদের জয়ের পথে এগিয়ে নিচ্ছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সাদমান ইসলাম এবং আল-আমিন (জুনিয়র)। দলীয় ৫৩ রানে এ জুটি ভাঙেন আগের দিন দুই উইকেট পাওয়া অ্যান্ডি ম্যাকব্রায়ান। ৪৩ বলে ২৪ রান করে এলবিডাব্লিউ হন আল-আমিন। সঙ্গী হারানোর পর বেশিক্ষণ টিকতে পারেননি সাদমান। প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া সাদমান দ্বিতীয় ইনিংসে করেন ২৫ রান। অ্যান্ডি ম্যাকব্রায়ানের চতুর্থ শিকারে পরিণত হন তিনি। পঞ্চম উইকেটে ৭১ রানের জুটি গড়েন কাজী নুরুল হাসান সোহান ও ইয়াসির আলী। দুজনের ব্যাটে জয়ের একদম নিকটে চলে যায় বাংলাদেশ ‘এ’ দল। জয় থেকে মাত্র ১ রান দূরে থেকে নাথান স্মিথের বলে এলবিডাব্লিউ হন নুরুল হাসান (৩১)। ইয়াসির আলী ৪৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তার সঙ্গে ছিলেন কোনো বল মোকাবেলা না করা মেহেদী হাসান। বাংলাদেশের প্রথম চারটি উইকেটই নিয়েছেন অফস্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন, অন্য উইকেটটি নাথান স্মিথের। এর আগে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের করা ২৫৫ রানের জবাবে বাংলাদেশ ৮২ রানের লিড পায়। সবকটি উইকেট হারিয়ে স্বাগতিক দল ৩৩৭ রান তুলে নেয়। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দুই স্পিনারের দাপটে ২১৩ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। অতিথি দলের ওপেনার জেমস শ্যানন করেন ৯০ রান। সানজামুল ইসলাম ৯০ রানে ৫ উইকেট পান। জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্য পায় নাজমুল হোসেন শান্তর দল। ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর ফেলে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচসেরা হন বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ওপেনার সাদমান ইসলাম। টেস্ট ম্যাচটির পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে দুদল। যথাক্রমে ১৭, ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর বাংলাদেশ ‘এ’ ও আয়ারল্যান্ড ‘এ’ দলের মধ্যে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App