×

রাজনীতি

প্রধান বিচারপতি ভবিষ্যতেও ছুটি চাইলে সেটি মঞ্জুর হবে: শাজাহান খান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৭, ০৫:৩৫ পিএম

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘প্রধান বিচারপতি লিখিতভাবে জানিয়েছেন তিনি অসুস্থ, এজন্য তার ছুটি মঞ্জুর হয়েছে।’ আজ শনিবার জেলার কালকিনিতে মুক্তিযোদ্ধাদের যাছাই-বাছাইতে অংশ নিয়ে বলেন, ‘সরকারের এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যে, প্রধান বিচারপতিকে চাপে রেখে ছুটিতে পাঠাতে হবে। এমনকি সরকারের এটা করার কোনো সুযোগও নেই। বিচারপতি লিখিতভাবে যেটি বলবেন, সেটিই গ্রহণযোগ্য। তিনি ভবিষ্যতেও ছুটি চাইলে সেটি মঞ্জুর হবে।’ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে উল্লেখ করে নৌপরিবহন মন্ত্রী বলেন, যাই বলুক না কেন, বিএনপি নির্বাচনে অংশ নিবে, তা না হলে রাজনৈতিকভাবে তারা দেউলিয়ায় পরিণত হবে। বিএনপির সেনা মোতায়েন বিষয়ে তিনি বলেন, সেনাবাহিনী মোতায়েন পুরো সিদ্ধান্তই নির্বাচন কমিশনের বিষয়। বিএনপি আমলে সেনাবাহিনী ব্যবহার করে ক্ষমতার অপব্যহার করেছে। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাজাহান হাওলাদার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান, কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ তালুকদার এ সময় উপস্থিত ছিলেন। বাসস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App