×

খেলা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে ক্রিকেট লিগ আইসিসিতে অনুমোদিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৭, ০১:০০ পিএম

বিশ্ব ক্রিকেটে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে ক্রিকেট লিগ চালু হচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বেশ কিছু সময় ধরেই ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মাঝে এই প্রতিযোগিতা চালু করার চেষ্টা করছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে আইসিসি বোর্ডের কার্যকরী কমিটির সভার শেষ দিনে এই সিদ্ধান্ত চূড়ান্ত হল। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে ২০১৯ সালে। আর ওয়ানডে ক্রিকেট লিগ শুরু হবে ২০২০ সালে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যপ্তি হবে দুই বছরের। টেস্ট র‍্যাংকিংয়ের প্রথম ৯টি দল সুযোগ পাবে খেলার। ২০১৯ সালে বিশ্বকাপ শেষ হওয়ার পর শুরু হবে এই চ্যাম্পিয়নশিপ। প্রতিটি দল দুই বছর সময়ের মধ্যে ৬টি টেস্ট সিরিজ খেলবে। যার তিনটি হবে দেশের মাটিতে, তিনটি দেশের বাইরে। প্রতিটি সিরিজে অন্তত দুটি করে টেস্ট খেলতে হবে দলগুলোকে। তবে টেস্টের সংখ্যা বেড়ে পাঁচটিও হতে পারে। অ্যাশেজের মত সিরিজগুলোকে চ্যাম্পিয়নশিপে অন্তর্ভূক্ত করার জন্যই এই ব্যবস্থা রাখা হয়েছে। এভাবে খেলা হয়ে ২০২১ সালের এপ্রিল মাসে যে দুটি দল র‍্যাংকিংয়ে শীর্ষে থাকবে তারা একই বছরের জুন মাসে ইংল্যান্ডে চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্লে-অফ খেলবে। ওয়ানডে র‍্যাংকিংয়ের প্রথম ১৩ দল খেলবে আইসিসি ওয়ানডে লিগে। ২০২০-২১ মৌসুমে শুরু হয়ে দুই বছর চলার পর ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত ব্যাপ্তি লাভ করবে এই লিগ। এরপর থেকে লিগটি হবে তিন বছরের। এই সময়ে দলগুলো নিজেদের মধ্যে আটটি করে সিরিজ খেলবে। প্রতি সিরিজে অন্তত তিনটি করে ম্যাচ থাকবে। সবগুলো ক্রিকেট খেলুড়ে দেশ এই সিদ্ধান্তের সাথে একমত হওয়ায় আইসিসি সভাপতি শশাংক মনোহর অভিনন্দন জানিয়ে বলেছেন, 'এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য এবং ক্রিকেটের উন্নয়নের লক্ষ্যে একমত হওয়ায় আমি আমাদের সদস্যদের অভিনন্দন জানাই। দ্বিপাক্ষিক ক্রিকেটে ভিন্ন কোন অনুষঙ্গ নিয়ে আসা নতুন বাধা নয়। তবে প্রথমবারের মত একটি খাঁটি সমাধান পাওয়া গেছে। ক্রিকেট ভক্তরা খেলাটি আরো বেশি উপভোগ করবেন কারণ প্রতিটি ম্যাচের উপরই দলের অবস্থান নির্ভর করবে। আর ওয়ানডে লিগে অবস্থানের ওপর ভিত্তি করেই বিশ্বকাপ ক্রিকেটে খেলার সুযোগ আসবে।' চ্যাম্পিয়নশিপে সব টেস্টের খেলা পাঁচদিনের হবে। আইসিসি প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেছেন, 'আমাদের অগ্রাধিকার ছিল আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এমন একটি কাঠামো দাঁড় করানো যা ক্রিকেট বিশেষত টেস্ট ক্রিকেটকে নতুন মাত্রা ও অনুষঙ্গ দিবে। নতুন লিগে প্রতিটি টেস্ট পাঁচদিনের হবে।' তবে আইসিসি ২০১৯ সালের আগ পর্যন্ত পরীক্ষামূলকভাবে চারদিনের টেস্ট আয়োজন করতে সম্মত হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার একটি চারদিনের ম্যাচ আয়োজনের অনুরোধেই আইসিসি এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে রিচার্ডসন বলেছেন, 'আলোচনা চলাকালীন সময়ে নতুন অনুষঙ্গের পাশাপাশি আমাদের এটাও মনে হয়েছে পরীক্ষা ও বিকল্পের একটা প্রয়োজন আছে টেস্ট ক্রিকেটের ভবিষ্যতের জন্য।এটা শুধুমাত্রই একটা পরীক্ষা। ঠিক যেভাবে সদস্য দেশগুলো দিবা-রাত্রির টেস্ট ও নতুন প্রযুক্তিগুলো ব্যবহার করেছে সেভাবেই এটাও পরীক্ষা করা হবে। চারদিনের টেস্ট নতুন দলগুলোকে অভিজ্ঞ দলগুলোর বিপক্ষে খেলার বেশি সুযোগ দিবে। ফলে তারা নিজেদের দক্ষতা আরো শাণিত করতে পারবে এবং শীর্ষ ৯টি দলের সাথে ব্যবধান কমাতে পারবে।' রিচার্ডসনের মতে এই সিদ্ধান্তটি খুবই প্রয়োজন ছিল ক্রিকেটের জন্য, 'এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। কারণ আইসিসি সদস্য এবং আমাদের সম্মিলিত ইচ্ছায় আন্তর্জাতিক দ্বিপাক্ষিয় ক্রিকেটের ভবিষ্যত নিরাপদ করা সম্ভব হয়েছে। খেলাটিতে নতুন কোন অনুষঙ্গ আনার জন্য সদস্যদের দুই বছরের পরিশ্রমের ফলাফল হল এই লিগ দুটির অনুমোদন। আজ আইসিসি বোর্ডের সিদ্ধান্তের অর্থ হল আমরা এখন প্রথম সংস্করণের জন্য খেলার সময়সূচি, পয়েন্ট সিস্টেম, আয়োজন এবং প্রতিযোগিতার শর্ত তৈরি করতে পারব।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App