×

জাতীয়

কুড়িগ্রামে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৭, ০৯:৫৫ পিএম

দুদফা বন্যায় দরিদ্র ও অসহায় পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। শুক্রবার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন সাতদরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ চিকিৎসাসেবা দেয়া হয়। দিনব্যাপী ফরিদা হক ফাউন্ডেশন এবং এড. মুহাম্মদ ফখরুল ইসলাম এন্ড এসোসিয়েটের যৌথ উদ্যোগে এ চিকিৎসাসেবা দেয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডায়াবেটিস ও হরমোন রোগ বিভাগের চেয়ারম্যান প্রফেসর এম এ হাসানাত এবং বারডেম হাসপাতালের মাইক্রোলজির প্রধান অধ্যাপক শহিদুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক দল এই সেবা প্রদান করেন। সেবা ক্যাম্পে সহ¯্রাধিক গরিব ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ওষুধ দেয়া হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন- এড. মুহাম্মদ ফখরুল ইসলাম এন্ড এসোসিয়েটের প্রধান এড. মুহাম্মদ ফখরুল ইসলাম, ফরিদা হক ফাউন্ডেশনের সদস্য এড. জাকারিয়া হায়দার বেক্সিম কো-ফার্মাসিউটিক্যালসের সিইও মো. জিয়াউল হক প্রমুখ। এ ছাড়া বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে ২০ জন স্বেচ্ছাসেবক কাজ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App