×

ক্রিকেট

এমসিসিতে সাকিবকে পেয়ে উচ্ছ্বসিত সাবেক ইংলিশ অধিনায়ক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৭, ০৫:৫৫ পিএম

বিশ্ব ক্রিকেটের আইন তৈরির সুতিকাগার হিসেবে পরিচিত মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) কমিটিতে ইতোমধ্যে জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। ক্রিকেটের অভিজাত এই ক্লাবে তাকে পেয়ে উচ্ছ্বসিত এই কমিটির নতুন চেয়ারম্যান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান মাইক গ্যাটিং। নতুন করে এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে ৪ জনকে অন্তর্ভূক্ত করা হয়েছে। সাকিব তাদের মধ্যে অন্যতম। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবেই এমসিসিতে জায়গা করে নেন তিনি। সাকিব ছাড়া আছেন নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দলের অধিনায়ক সুজি বেটস, ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ইয়ান বিশপ এবং শ্রীলঙ্কার সাবেক অফ স্পিনার ও আইসিসির বর্তমান এলিট প্যানেলের আম্পায়ার কুমার ধর্মাসেনা। গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় গ্যাটিং বলেন, 'অনেক বড় ও সম্মানজনক দায়িত্ব পেয়েছি। এজন্য আমি অভিভূত ও খুশি।' নতুন করে এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে চারজন যোগ দেয়ায়, তাদের স্বাগত জানিয়েছেন গ্যাটিং, 'এমসিসির কমিটিতে নতুন চারজনকে পেয়ে আমরা বেশ খুশি। তাদেরকে স্বাগত জানাচ্ছি। ' সাকিবের ব্যাপারে আলাদা করে গ্যাটিং বলেন, 'এই কমিটিতে যোগ দেয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার সাকিব। সব ফরম্যাটের ক্রিকেটেই তার দারুণ সব অভিজ্ঞতা আছে। এমনকি জাতীয় ও ঘরোয়া পর্যায়েও তার অভিজ্ঞতা অনেক বেশি। নতুনদের সাথে তার অবদানের অপেক্ষায় আছি আমরা। ' সদ্যই এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন গ্যাটিং। তার স্বদেশী ও সাবেক অধিনায়ক মাইক বিয়ার্লির জায়গায় এসেছেন তিনি। এর আগে ২০০৬-২০১২ কমিটির সদস্য ছিলেন গ্যাটিং। চেয়ারম্যান হিসেবে তার প্রথম সভা হবে ২০১৮ সালের জানুয়ারীতে অস্ট্রেলিয়ার সিডনিতে। এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি: মাইক গ্যাটিং (চেয়ারম্যান), ভিঞ্চ ভন ডার ভিজল, ব্রেন্ডন ম্যাককালাম, রড মার্শ, রমিজ রাজা, টিম মে জন স্টিফেনসন, সৌরভ গাঙ্গুলী, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা, ইয়ান বিশপ, সুজি বেটস, সাকিব আল হাসান ও কুমার ধর্মাসেনা। ক্রিকবাজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App