×

খেলা

হকিতে জয় পেল মালয়েশিয়া- দক্ষিণ কোরিয়া

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৭, ১০:৫২ পিএম

দারুণ জমে উঠেছে দশম এশিয়া কাপ হকি।  বৃহস্পতিবার দুই ম্যাচে গোল হয়েছে ১৪টি।  দিনের প্রথম ম্যাচ  মালয়েশিয়া চীনকে হারিয়েছে ৭-১ গোলে। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়া  ৭-২ গোলে ওমানকে পরাস্ত করেছে। দশম এশিয়া কাপের ৮ দেশের মধ্যে র‌্যাংকিংয়ে সবার ওপরে ভারত। তাদের র‌্যাংকিং ৬। উদ্বোধনী দিনে ১৪ নম্বরে থাকা পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে হারটাই ছিল নিয়তি। তবে এতটা ব্যবধান করবে তিনবারের এশিয়া কাপ চ্যাম্পিয়নরা সেটা কেউ ভাবেনি। আসলে গোলের বোঝাটা বড় হওয়ার জন্য খেলোয়াড়রাই দায়ী। এত বাজে হকি নিকট অতীতে খেলেনি লাল-সবুজ জার্সিধারীরা। র‌্যাংকিংয়ে ৩৪ নম্বরে থাকা বাংলাদেশ শুক্রবার  দিনের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মোকাবেলা করবে। [caption id="attachment_3116" align="aligncenter" width="1024"] ওমানের গোলরক্ষকে পরাস্ত করে বল জালে পাঠিয়েছে দক্ষিণ কোরিয়ার ফরোয়াড়[/caption] এশিয়া কাপ হকিতে দুই দেশের আগের ৭ বারের সাক্ষাতে সবগুলো জয়ই ভারতের। ভারতের গোল ৫০, বাংলাদেশের ২। পরিসংখ্যানগুলোই বলে দিচ্ছে বাংলাদেশ-ভারত লড়াই কতটা অসম হয়েছে আগে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় শক্তিশালী ভারতের বিপক্ষে খেলতে নামবে লাল-সবুজ জার্সিধারীরা।  বৃহস্পতিবার দশম এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা করেছে মালয়েশিয়া। মওলানা ভাসানী স্টেডিয়ামে মালয়েশিয়ানদের দ্রুত গতি ও নিপুণ স্টিকওয়ার্ক আর চমৎকার ফিনিশিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি চীন।  নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৭-১ গোলে হেরেছে চীন। সন্ধ্যায় অনুষ্ঠিত ম্যাচে টুর্নামেন্টের সর্বাধিক চারবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া ৭-২ গোলে হারিয়েছে ওমানকে। ১-১ গোলে প্রথমার্ধ শেষ হওয়া ম্যাচে কোরিয়া দ্বিতীয়ার্ধে কৌশলী খেলে বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে। র‌্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে থাকা কোরিয়ার জালে প্রথম বল পাঠিয়েছিল ওমান। ১৮ মিনিটে আল ফাজারি রাশেদের গোলে এগিয়ে যায় মধ্যপ্রাচ্যের দেশটি। কিন্তু তাদের গোলের আনন্দ বেশি সময় দীর্ঘ হয়নি। ২২ মিনিটেই কোরিয়ানদের ম্যাচে ফেরান লুমিক ইয়ং। [caption id="attachment_3118" align="aligncenter" width="1024"] মালয়েশিয়ার একটি আক্রমণ রুখে দিলেন   চীনের গোলরক্ষক[/caption] এরপর আর পেছনে ফিরে তাকায়নি সর্বশেষ দুবারের চ্যাম্পিয়নরা। বিরতিহীন গোল করে ওমানকে ম্যাচ থেকে ছিটকে ফেলে কোরিয়ানরা। ৬-১ গোলে পিছিয়ে পড়ার পর একবার ব্যবধান কমানোর আনন্দ করেছে র‌্যাংকিংয়ে ৩০তম অবস্থানে থাকা দলটি। ওমান ৫২ মিনিটে ৬-২ করলে ম্যাচের শেষ সেকেন্ডে ব্যবধান ৭-২ এ নিয়ে যান কোরিয়ানরা।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App