×

অর্থনীতি

শুক্রবার দুই দিনব্যাপী দক্ষিণ কোরিয়ার পণ্য প্রদর্শনী শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৭, ০৪:৫২ পিএম

রাজধানী ঢাকায় দুই দিনব্যাপী দক্ষিণ কোরিয়ার পণ্য প্রদর্শনী শুরু হবে আগামীকাল শুক্রবার (১৩ অক্টোবর)। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আয়োজককারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই) এ প্রদর্শনীর আয়োজন করছে। এতে সহযোগিতা করছে বাংলাদেশে কোরিয়া দূতাবাস ও কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট এজেন্সি (কোট্রা)। প্রতিদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। এই মেলায় কোনো প্রবেশ ফি নেই। সকলের জন্য উন্মুক্ত রাখা হবে বলে জানানো হয়। এতে দেশটির ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি, স্যামসাং, গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কিয়া মটরসসহ ৬০ থেকে ৭০টি কোরীয় কোম্পানি অংশ নেবে। ইলেকট্রনিক পণ্য ও গাড়ি ছাড়াও এতে বস্ত্র খাতের যন্ত্রপাতি, অন্যান্য খাতের যন্ত্রপাতি, বৈদ্যুতিক পণ্য, প্রসাধনী, রাসায়নিক, লিফট, খাদ্য ও পানীয়সহ বিভিন্ন পণ্য প্রদর্শিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App