×

খেলা

ওয়াসিম আকরামের স্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৭, ০৭:৪০ পিএম

নিজের মাতৃভূমি না, তবে প্রিয়তম স্বামীর মাতৃভূমি। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামের স্ত্রী শানিরা আকরাম পাকিস্তানের মানুষের জন্য যা করছেন তা সত্যিই প্রশংসনীয়। ইতোমধ্যে মানবকল্যাণে তার কাজ এবং স্বামীর দেশের প্রতি ভালোবাসা বেশ গুরুত্বের সঙ্গেই মানুষের নজর কেড়েছে। [caption id="attachment_3034" align="aligncenter" width="670"] পাকিস্তানে সামাজিক কর্মকান্ডে বেশ আলোড়ন সৃস্টি করেছেন শানিরা আকরাম[/caption] অস্ট্রেলিয়ান নাগরিক শানিরা আকরাম তার টুইটার অ্যাকাউন্টে সব সময় বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে লেখালেখি করেন। তা ছাড়া সামাজিক সচেতনতা তৈরির জন্যও শানিরা তার টুইটারে ৩ লাখ ৮৫ হাজার ফলোয়ার্সের মাঝে বিভিন্ন বিষয় তুলে ধরেন। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শানিরা মানসিক রোগ এবং এসব বিষয়ে মানুষের মধ্যে প্রচলিত বিভিন্ন কুসংস্কার সম্পর্কে মানুষকে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান। [caption id="attachment_3036" align="aligncenter" width="650"] দুই বছর বয়সী আয়েলাকে কোলে ওয়াসিম-শানিরা আকরাম[/caption] পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের স্ত্রী শানিরা তার এক বার্তায় আরো বেশি সচেতনতা তৈরি করে মানুষের মধ্যে জমে থাকা কুসংস্কারকে দূর করার কথা বলেন। আর এভাবে পাকিস্তান এগিয়ে যাবে বলেও তিনি তার বার্তায় আশা প্রকাশ করেন। তা ছাড়া তিনি বলেন, আমরা যা বুঝি না সেটা নিয়েই আমরা বেশি ভয় পাই। [caption id="attachment_3038" align="aligncenter" width="829"] প্রথম স্ত্রী হুমার মৃত্যূ পর অস্ট্রেলিয়ান শানিরাকে জীবন সঙ্গী করেন ওয়াসিম আকরাম[/caption] সে কারণে আমরা যদি মানুষকে আরো বেশি সচেতন করে তুলতে পারি তাহলে আমরা অনেক মানসিক রোগ থেকে রক্ষা পাব। ৩৩ বছর বয়সী শানিরা আকরাম তার এ ধরনের মানব কল্যাণমূলক কাজের জন্য অনেক প্রশংসা কুড়িয়েছেন। শানিরার এক ফলোয়ার লেখেন, ঠিক আপনার মতোই আপনার মনটাও সুন্দর। তা ছাড়া সমস্যাগুলো নিয়ে খোলামেলা আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে অনেকে মতামত দেন। এর আগেও এই রমনী সড়কে নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো অনেক বড় বড় সমস্যা নিয়ে মানুষের জন্য কাজ করেছেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App