×

জাতীয়

রোহিঙ্গা ফেরৎ পাঠাতে পাকিস্তানকে পাশে থাকার আহ্বান বাংলাদেশের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৭, ০৭:২০ পিএম

বাংলাদেশে নবাগত ৫ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারে তাদের বাড়িঘরে ফেরৎ পাঠানো নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে পাকিস্তানকে যুক্ত হওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ইসলামাবাদে পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসীর সঙ্গে দেখা করে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার তারিক আহসান এ অনুরোধ জানান। হাই কমিশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রায় ৫ লাখের বেশি উদ্বাস্তু মিয়ানমার নাগরিককে আশ্রয় দেয়া এবং এ সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, মিয়ানমারকে অবশ্যই তার সংখ্যালঘু নাগরিকদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে। হাই কমিশনারের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ঢাকা ও ইসলামাবাদের মধ্যে বিদ্যমান ভুল বোঝাবুঝি নিরসন করতে ও শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ার আহ্বান জানান। সে লক্ষ্যে তিনি দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক করার প্রতি প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এ প্রসঙ্গে বাংলাদেশের হাই কমিশনার শাহিদ খাকান আব্বাসীকে জানান, দীর্ঘ সময় থেকে ঝুলে থাকা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আয়োজনে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App