×

খেলা

মাঠের বাইরে ব্যস্ত বুফন

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৭, ১১:৫১ পিএম

গত সোমবার বিশ্বকাপ বাছাইপর্বের শেষ খেলায় আলবেনিয়াকে ১-০ গোলে হারিয়ে করে প্লে-অফ নিশ্চিত করার পর বান্ধবী ইল্লারিয়া ডি’অ্যামিকোর সঙ্গে অবসর সময় কাটাচ্ছেন ইতালির গোল রক্ষক জিয়ানলুইজি বুফন। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির এখনো রাশিয়া বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়নি। তবে বিশ্বকাপ খেলার সম্ভাবনাও শেষ হয়ে যায়নি। স্পেন  পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার ফলে তারা সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকায় বুফনের দল পৌঁছে গেছে প্লে-অফ ম্যাচে। এ ম্যাচ জিতলেই সরাসরি পৌঁছে যাবে রাশিয়া বিশ্বকাপে। তাই মাথায় খুব একটা চিন্তা নেই। গত সোমবার আলবেনিয়াকে ১-০ গোলে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করে ইতালি।

[caption id="attachment_2826" align="aligncenter" width="764"] বান্ধবী নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বুফন[/caption]

প্লে-অফ ম্যাচের এখনো অনেক দিন বাকি থাকায় বান্ধবী ইল্লারিয়া ডি’অ্যামিকোর সঙ্গে অবসর সময় কাটাচ্ছেন জুভেন্টাস দলের অধিনায়ক জিয়ানলুইগি বুফন। তিনি মনে করেন, খেলার পাশাপাশি মনকে প্রশান্তি দেয়ার জন্য প্রতিটি খেলোয়াড়ের উচিত অবসর সময় কাটানো। এর ফলে মন প্রফুল্ল থাকে এবং খেলায় মন বসে। তবে অবসর সময় কাটিয়ে খুব শিগগিরই জুভেন্টাসের দায়িত্ব পালনে মনোযোগী হবেন বলে তিনি জানিয়েছেন। ৩৯ বছর বয়সী এই তারকা কয়েকজন অপ্রতিরোধ্য খেলোয়াড়ের নাম প্রকাশ করেন, যাদের বিপরীতে তাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। এ তালিকায় স্থান পেয়েছেন ব্রাজিলের রোনালদো, মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং জিনেদিন জিদান। এক বিবৃতিতে তিনি জানান, আমি ভবিষ্যৎ প্রজন্মকে গর্ব করে বলতে পারব, বিশ্বের সেরা কয়েকজন খেলোয়াড় ব্রাজিলের রোনালদো, আজের্ন্টিনার মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং জিনেদিন জিদানের সঙ্গে আমি খেলেছি এবং তাদের বল প্রতিরোধ করেছি।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App