×

জাতীয়

বাংলাদেশ আইসিটি এক্সপো শুরু ১৮ অক্টোবর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৭, ০৪:৩৬ পিএম

আগামী ১৮ থেকে ২০ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৭’। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ার মিলনায়তনে এই মেলার বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, বাংলাদেশ হবে মেধানির্ভর ও ডিজিটাল ইকোনমির দেশ। এবারের বাজেট হচ্ছে হার্ডওয়ার শিল্প বিকাশের বাজেট। এ বাজেটে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি উৎপাদন ও সংযোজনে ব্যবহৃত হয় এমন যন্ত্রাংশে শুল্ক কমানো হয়েছে। জুনাইদ আহমেদ পলক বলেন, এবারের বাজেট দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে। এবার জাপান, মালয়েশিয়া, তাইওয়ান, রাশিয়াসহ প্রায় অর্ধশত দেশের তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তি ও উদ্যোক্তরা মেলায় অংশ নেবেন বলেও জানান প্রতিমন্ত্রী। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী, বাংলাদেশ হাইটেক পার্কের এমডি হোসনে আরা বেগম, বিসিএলের পরিচালক আলী আশফাক প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App