×

জাতীয়

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সপ্তাহব্যাপী অনুষ্ঠান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৭, ০৮:১৯ পিএম

জাতীয় প্রেস ক্লাবের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আগামী ১৩ অক্টোবর (শুক্রবার) থেকে শুরু হবে এ অনুষ্ঠানমালা চলবে ২০ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত। আগামী ২০ অক্টোবর (শুক্রবার) জাতীয় প্রেস ক্লাবের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে উৎসবের প্রথম দুইদিন রয়েছে শিশু আনন্দ মেলা। ১৩ ও ১৪ অক্টোবর (শুক্র ও শনিবার) শিশু আনন্দ মেলার বিভিন্ন আয়োজনে অংশ নেবে সদস্যদের সন্তানরা। শুক্রবার সকাল ১০টায় চিত্রাঙ্কন, ১১টায় লুডু এবং সাড়ে ১১টায় আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে। শনিবার (১৪ অক্টোবর) সকাল থেকে দৌড়, অংক দৌড়, বিস্কুট দৌড় এবং ভারসাম্য দৌড় প্রতিযোগিতা শুরু হবে। সকাল ১০টায় শ্যুটিং, ১১টায় মহিলাদের পিলো পাসিং, দুপুর ১২টায় যেমন খুশি সাজো ও সাড়ে ১২টায় দড়ি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও রয়েছে দুপুরের খাবার, বিচিত্রানুষ্ঠান, জাদু প্রদর্শনী, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রেস ক্লাব সদস্যদের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে ১৫ অক্টোবর (রোববার) থেকে। ওই দিন বেলা ১১টায় দাবা, দুপুর ১২টায় এয়ারগান শ্যুটিং, বিকেল ৩টায় নারী সদস্যদের লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১৬ ও ১৭ অক্টোবর (সোম ও মঙ্গলবার) প্রতিদিন বেলা ১১টায় স্পেড ট্রাম্প; ১৮ ও ১৯ অক্টোবর (বুধ ও বৃহস্পতিবার) বেলা ১১টায় টেবিল টেনিস; ২০ অক্টোবর (শুক্রবার) ভোর সাড়ে ৫টায় মিনি ম্যারাথন প্রতিযোগিতা, সকাল ৭টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সন্ধ্যায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, নৈশভোজ ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App