×

খেলা

গ্যালারিতে ম্যাডোনা

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৭, ১১:৪১ পিএম

 বর্তমান ইউরো কাপ চ্যাম্পিয়ন পর্তুগালকে সাপোর্ট দেয়ার জন্য গ্যালারিতে দেখা যায়, আমেরিকার বিখ্যাত সঙ্গীতশিল্পী ম্যাডোনা ও তার ছেলে ফুটবলপ্রেমী ডেভিডকে। আমেরিকার সঙ্গীত তারকা ম্যাডোনা একাধারে অভিনেতা এবং ব্যবসায়ী। আমেরিকান বাসিন্দা হলেও সম্প্রতি তাকে পর্তুগালে দেখা যাচ্ছে। চলতি বছরের শুরুতে পর্তুগালের সিন্ট্রা অঞ্চলে ৭ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে একটি বাড়ি কেনেন তিনি। ছেলে ডেভিডের সঙ্গে তিনি এখন সেখানেই বাস করছেন। মা গায়ক হলেও ছেলে ডেভিড বান্দা ফুটবলের ভক্ত। গানের প্রতি তার কোনো আগ্রহ নেই বললেই চলে। তার লক্ষ্য পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোলানদোর মতো তারকা ফুটবলার হওয়া।

[caption id="attachment_2821" align="aligncenter" width="1200"] সঙ্গীতশিল্পী ম্যাডোনা[/caption]

সে উদ্দেশ্যেই তিনি পর্তুগালের ব্যানফিকা ফুটবল একাডেমিতে ভর্তি হন। ছেলেকে ফুটবলার হিসেবে তৈরি করার জন্য শিল্পী ম্যাডোনা পর্তুগালে গিয়ে ডেভিডের খোঁজখবর রাখছেন। মা-ছেলের প্রিয় দল যখন পর্তুগাল, সেখানে পর্তুগালের খেলা মিস করা অসম্ভব ঘটনা। ইউরো কাপ চ্যাম্পিয়নদের উৎসাহ দেয়ার জন্য তারা গ্যালারিতে উপস্থিত ছিলেন। ম্যাচের প্রথমার্ধে জোহান ডিজোরোর আত্মঘাতী গোলে পর্তুগাল এগিয়ে গেলে গ্যালারিতে আনন্দের জোয়ার ওঠে। পর্তুগাল ২-০ গোলে সুইজারল্যান্ডকে পরাজিত করলে গ্যালারিতে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন ম্যাডোনা ও ডেভিড। এই ম্যাচ জয়ের মাধ্যমে রোলানদো বাহিনী সরাসরি রাশিয়া বিশ্বকাপের টিকেট নিশ্চিত করল। ওই ম্যাচে পর্তুগাল হেরে গেলে তাদের প্লে অফ ম্যাচ খেলতে হতো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App