×

জাতীয়

খাদ্য অধিকার আইন প্রণয়নের ওপর তথ্যমন্ত্রীর গুরুত্বারোপ: ইনু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৭, ০৬:০০ পিএম

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ক্ষুধা থেকে মুক্তির নিশ্চয়তার জন্য খাদ্য অধিকার আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে গণতন্ত্র ও সমাজতন্ত্রের পথে চলতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘রাজাকারের বিরুদ্ধে এবং সমাজতন্ত্রের পক্ষে কথা বলায় আড়ষ্ঠতা-ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত দেশ গড়ার পথে আন্তরায়।’ সামাজিক বৈষম্য ও ডিজিটাল বৈষম্য কমাতে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, মানবাধিকারের মধ্যে দুইটি অধিকার- খাদ্য পাওয়ার অধিকার ইন্টারনেট ব্যবহারের অধিকার এখনও আইনি রূপ পায়নি। আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ পরবর্তি খাদ্য নিরাপত্তা পরিস্থিতি এবং খাদ্য অধিকার’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খাদ্য অধিকার বাংলাদেশ ও পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ দারা। অতিথি ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. খুরশীদ জাহান, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক ড. কাজী শাহাবউদ্দীন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এম. খালিদ মাহমুদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খাদ্য অধিকার বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহি পরিচালক মহসিন আলী এবং স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের মোহাম্মদ কামরুজ্জামান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথে এগিয়ে চলেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা জোরাদারে রাষ্ট্রের ভূমিকা বেড়েছে। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ গড়তে ক্ষুধা থেকে মুক্তি ও দারিদ্র্যের অবসান ঘটাতে হবে। সামাজিক কাঠামোই দারিদ্র উৎপাদন ও পুনঃউৎপাদনের কারখানা উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সংবিধান ও জীবনের গতিতে সমাজতন্ত্র না থাকলে খাদ্য নিরাপত্তা হবে না। মন্ত্রী বলেন, খাদ্য অধিকার আইন প্রণয়ন সম্পর্কে তিনি মন্ত্রীসভার বৈঠকে কথা বলবেন। দেশে খাদ্য নিরাপত্তা জোরদারের লক্ষ্যে তিনি কয়েকটি সুপারিশ তুলে ধরেন। বাসস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App