×

আন্তর্জাতিক

কাশ্মিরে জঙ্গি বিরোধী অভিযানে দুই সেনা সহ ৪ জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৭, ০১:০১ পিএম

ভারত শাসিত কাশ্মিরে এক জঙ্গি বিরোধী অভিযানে দুই জঙ্গিসহ দুইজন সেনা সদস্যের মৃত্যু হয়েছে বলে দাবি ভারতীয় গণমাধ্যমগুলোর। মঙ্গলবার রাত থেকে চলা অভিযানে বুধবার ভোর পর্যন্ত দুই জঙ্গি ও দুইজন সেনা জওয়ান মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। কাশ্মিরের বন্দিপোরার হাজিন অঞ্চলে একটি বড় এলাকা ঘিরে চলছে অভিযান। মঙ্গলবার সন্ধ্যা থেকেই জম্মু ও কাশ্মিরের বন্দিপোরা জেলার হাজিন এলাকায় দুই পক্ষের গোলাগুলি শুরু হয়। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর অনুযায়ী, এলাকায় তল্লাশি অভিযান চলাকালীন সেনাবাহিনীর উপর হামলা চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা রক্ষীরাও। জঙ্গিদের গুলিতে দুইজন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও তিন জওয়ান। তবে এখনও ওই এলাকায় আরও তিন থেকে চারজন জঙ্গি লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে। গুলির লড়াই এখনও অব্যাহত। শ্রীনগরে প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, প্রায় আটজন সন্ত্রাসবাদী হাজিনের রাখ এলাকায় গা-ঢাকা দিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর ছিল। সেনাবাহিনী ও জম্মু-কাশ্মির পুলিশ যৌথ অভিযান চালালে তাদের লক্ষ করে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। পাল্টা গুলি চালাতে শুরু করে সেনা সদস্যরা। এনকাউন্টার প্রায় শেষ হয়ে এসেছিল, তখনই লুকিয়ে থাকা এক সন্ত্রাসী ভোর পাঁচটা নাগাদ এলোপাথারি গুলি ছোঁড়ে জওয়ানদের লক্ষ করে। তাতেই কয়েকজন আহত হন। পরে তাদের মধ্যে থেকে দুইজনের মৃত্যু হয়। গত সোমবার বারামুলার লাদুরা গ্রামে সেনার সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে জইশ-ই-মুহাম্মোদ কম্যান্ডার উমর খালিদ। সোপিয়ানেও অভিযানে নিহত হয়েছেন তিন জঙ্গি। মনে করা হচ্ছে, এরই বদলা নিতে জম্মু ও কাশ্মিরে নাশকতার ছক কষছিল এই জঙ্গিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App