×

খেলা

এশিয়া কাপ হকির উদ্বোধন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৭, ০৪:২০ পিএম

আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছে এশিয়া কাপ হকি-২০১৭ এর। এশিয়ার শ্রেষ্ঠত্বের জন্য লড়বে আটটি দল। এশিয়া কাপের দশম আসরের আয়োজক বাংলাদেশ। দুপুরে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তাফা কামাল, এমপি। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল আবু এসরার, এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তাইয়াব ইকরাম এবং এটিএন বাংলার চেয়ারম্যান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি ড. মাহফুজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত ও জাপান। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস-২। উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটিও বিকেল ৫.৩০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-২। ১৯৮৫ সালে সবশেষ এশিয়া কাপ হকির আয়োজক হয়েছিল বাংলাদেশ ৩২ বছর পর আবারো বাংলাদেশে বসেছে এশিয়া কাপ হকির দশম আসর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App