কাতালুনিয়ায় সরাসরি শাসন চালুর পথে স্পেন

আগের সংবাদ

পাকিস্তানকে রুখতে পারেনি জিমিরা

পরের সংবাদ

সাংবাদিকদের সঙ্গে পাবনা চেম্বারের নয়া কমিটির মতবিনিময়

প্রকাশিত: অক্টোবর ১১, ২০১৭ , ৮:২১ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ১১, ২০১৭ , ১০:৪৬ অপরাহ্ণ

পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা পাবনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। আজ বুধবার চেম্বার মিলনায়তনে নবনির্বাচিত সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি আলী মোর্তুজা বিশ্বাস সনির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দেশবরেণ্য কলামিস্ট, সাংবাদিক রনেশ মৈত্র, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সিনিয়র সহসভাপতি কামাল সিদ্দিকী, সহসভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, জ্যেষ্ঠ সাংবাদিক আবদুল মতিন খান, মাছরাঙা টিভির ব্যুরোপ্রধান উৎপল মির্জা, সময় টিভির সৈকত আফরোজ আসাদ, চেম্বারের সহসভাপতি ফুরকান আলী বিশ্বাস প্রমুখ। সভায় নির্বাচিত পরিচালকসহ পাবনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা পাবনার শিল্প, ব্যবসা-বাণিজ্য ও কৃষি খাতকে গতিশীল করার পাশাপাশি পাবনার উন্নয়নে জোরালো ভ‚মিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়