মাগুরার মহম্মদপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ধিত কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার চলমান রাজনীতির প্রেক্ষাপট ও উপজেলা ছাত্রলীগের আগামী সম্মেলন বিষয়ে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শেখ মো. ঈদুল-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস কে নুরুজ্জামান, সাধারণ সম্পাদক এড. আবদুল মান্নান, জেলা পরিষদ সদস্য এড. রবিউল ইসলাম রিংকু, উপজেলা আওয়ামী লীগ নেতা ও পলাশবাড়ীয়া ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল করিম চুন্নুসহ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।