বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসায় ইউএনডিপির সহকারী প্রশাসক

আগের সংবাদ

নেতৃত্ব ও শৃঙ্খলা সম্পর্কে শ্যাম মানেকশ

পরের সংবাদ

ঢাকায় কমনওয়েলথ আইনমন্ত্রী সম্মেলন ১৬ অক্টোবর শুরু

প্রকাশিত: অক্টোবর ১১, ২০১৭ , ৯:১৮ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ১১, ২০১৭ , ৯:১৮ অপরাহ্ণ

আগামী  ১৬ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ঢাকায় চার দিনব্যাপী কমনওয়েলথ সদস্য রাষ্ট্রসমূহের আইনমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে আইন সংস্কারের প্রস্তাব করা হবে।

সম্মেলনে কমনওয়েলথ এর ৫২টি সদস্য রাষ্ট্রের আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল এবং পদস্থ কর্মকর্তারা যোগ দিবেন। আজ বুধবার এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এ বছরের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘প্রযুক্তির মাধ্যমে আইনের শাসন শক্তিশালী করা’।

কমনওয়েলথ এর মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, আইন সংস্কারে জঙ্গিবাদ, জলবায়ু পরিবর্তন, বাল্য বিবাহ এবং সাইবার ক্রাইমের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের জন্য সহায়ক হবে।

মহাসচিব বলেন, কমনওয়েলথ দীর্ঘদিন ধরে আইনের খসড়া, আইন সংশোধন এবং আইন সংস্কারের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে মৌলিক সহায়তা দিয়ে আসছে। সম্মেলনে মন্ত্রীরা ত্রাণ সংস্থা এবং আমদানি-রফতানি এবং জরুরি বিষয়সহ প্রাকৃতিক দুর্যোগের সময় ও পরে ত্রাণ তৎপরতায় সহায়তা প্রদানে আইনগত কাঠামোর ওপর বক্তব্য রাখবেন।

কমনওয়েলথ মহাসচিব আরো বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক ও গুরুত্বপূর্ণ বিষয়। বাসস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়