×

রাজনীতি

সর্বদলীয় সরকার গঠনের আহ্বান বিকল্পধারার

Icon

এন রায় রাজা

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৭, ০৭:১৪ পিএম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বদলীয় সরবকার ও নির্বাচনের ১ মাস আগে থেকে সেনা মোতায়েনের প্রস্তাব করেছে বিকল্পধারা বাংলাদেশ। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত সংলাপে এসব প্রস্তাব দেয় দলটি। বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সভাপতিত্ব করেন। সংলাপ শেষে ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সাংবাদিকদের বলেন, বিকল্পধারা মনে করে বর্তমান (দশম) সংসদের সদস্যরা বেশিরভাগই বিনা ভোটে নির্বাচিত তাই এটাকে গ্রহণযোগ্য নির্বাচন বলা যায় না। তাই নবম সংসদে নির্বাচিত সদস্যদের নিয়ে সর্ব দলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছি। সেই সাথে নির্বাচনের এক মাস আগে সেনাবাহিনীকে শান্তিশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত রাখা, সেনাবাহিনীর সদস্যরা যেন নির্বাচনের দিন ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা দেয় তার বিধান করা, ভোট শেষের ১৫ দিন পর্যন্ত শান্তিশৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনী নিয়োজিত রাখার প্রস্তাব দিয়েছে দলটি। সেই সাথে না ভোটের প্রবর্তনের দাবিও করা হয়েছে। তিনি বলেন, এ মুহূর্তে কোনো সীমানা পুন:নির্ধারণের প্রয়োজন নেই এবং বুথের ভিতরে কোর প্রার্থীর এজেন্ট রাখার বিধান বাতিলের প্রস্তাবসহ ১৩ দফা প্রস্তাব দিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App