×

খেলা

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন গ্যারেথ বেল

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৭, ১১:১৮ পিএম

সময়টা খুব খারাপ যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড গ্যারেথ বেলের। ২০১৩ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম থেকে তখনকার রেকর্ড মূল্যে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন এই ওয়েলস তারকা। আগের মৌসুমগুলো দুর্দান্ত কাটালেও রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে নিজের নামের প্রতি মোটেই সুবিচার করতে পারছেন না বেল। যে কারণে রিয়ালে তার জায়গা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। তা ছাড়া কয়েক দিন আগে পড়েছেন ইনজুরিতে। এমনকি ইনজুরির কারণে মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। তার অনুপস্থিতিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ১-০তে হেরে আগামী বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে ওয়েলসের। [caption id="attachment_2498" align="aligncenter" width="768"] রাশিয়া বিশ্বকাপে খেলা হচ্ছে না গ্যারেথ বেলের[/caption] সবকিছু মিলিয়ে এখন সময়টা বড্ড খারাপ যাচ্ছে তার। এর মধ্যেই  রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে পেয়েছেন দুঃসংবাদ। রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ জানিয়েছেন, ভালো মূল্য পেলে গ্যারেথ বেলকে ব্রিক্রি করতে কোনো আপত্তি নেই তার। এ ক্ষেত্রে ১০০ মিলিয়ন ইউরোতে বেলকে ছেড়ে দিতে রাজি বলে জানিয়েছেন তিনি। শুধু রিয়াল মাদ্রিদ সভাপতিই নন, বেলকে ছাড়ার ব্যাপারে আগ্রহী কোচ জিনেদিন জিদানও। স্প্যানিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইনজুরির কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে বেলকে। আর বেলের জন্য এতদিন অপেক্ষা না করে তার বিকল্প হিসেবে অন্য কাউকে দলে ভেড়াতে আগ্রহী জিদান। এখন দেখার বিষয় স্বয়ং রিয়াল মাদ্রিদ কোচ এবং সভাপতির অনিচ্ছা সত্ত্বেও দলে থাকতে পারেন কিনা বেল ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App