×

বিনোদন

‘যাদুর লাটিম’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৭, ০১:১০ পিএম

কণ্ঠশীলনের অষ্টম প্রযোজনা ‘যাদুর লাটিম’। আগামী ১১ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নাটকটি। নোবেল বিজয়ী মিশরীয় ঔপন্যাসিক নাগিব মাহফুজের ‘অ্যারাবিয়ান নাইটস অ্যান্ড ডে’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন রাফিক হারিরি। নির্দেশনায় রয়েছেন মীর বরকত। দেশি-বিদেশি নাট্যদলের নাটক নিয়ে বাংলাদেশ শিল্পকলায় শুরু হয়েছে গঙ্গা-যমুনা নাট্য ও সংস্কৃতি উৎসব ২০১৭। দুই বাংলার শিল্পীদের পারস্পরিক বন্ধনকে দৃঢ় করতে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তন ও উন্মুক্ত চত্বরে এই উৎসব চলছে। এ উপলক্ষে মঞ্চস্থ হবে নাটকটি। নাটকের গল্প প্রসঙ্গে নির্দেশক মীর বরকত জানান, ‘যাদুর লাটিম’ নাটকটি এক কল্পিত নগরের ইফরিদ-কুফরিদ নামের দুষ্টু জ্বীনের গল্প হলেও সমসাময়িক বিশ্বের বাস্তব অবস্থার বাইরে কিছু নয়। মানুষের শিরা-উপশিরায় ঘুরে বেড়ানো ইফরিদ আর কুফরিদ জনমনে কেবল সন্দেহ ও অবিশ্বাসের বিষ ঢোকায়। এছাড়া ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে নগরজুড়ে নৈরাজ্য সৃষ্টি করতে থাকে তারা। নগরের গভর্নর কালো জাদুমন্ত্র দিয়ে জ্বীন ইফরিদকে নিজের নিয়ন্ত্রণে রেখে নিজস্বার্থে ব্যবহার করে। একইসঙ্গে তার অনুগত পুলিশ প্রধানকে দিয়ে সমস্ত হীনকর্ম বাস্তবায়ন করে। অন্যদিকে জ্বীন কুফরিদ তিন হাজার বছর বন্দি থাকে জাদুর পাত্রে। পুলিশ প্রধান গামাসের সহায়তায় কুফরিদ বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেখে তার দুষ্টু বন্ধু ইফরিদ গভর্নরের হাতে বন্দি। গভর্নরের হাত থেকে তার মুক্ত হবার একমাত্র উপায় হচ্ছে গভর্নরের অপঘাতে মৃত্যু। শুরু হয় দুই জ্বীনের চক্রান্ত। সেই চক্রান্তের বলি হয় ব্যবসায়ী সানান, কোটিপতি কারাম, হামদানি, সালিম এবং এক তরুণী। গভর্নর ও পুলিশ প্রধানের দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। এদিকে ইফরিদ কালো জাদু থেকে মুক্ত হয়ে কুফরিদকে নিয়ে আরো বেপরোয়াভাবে নগরে অনাসৃষ্টি করতে থাকে। পুলিশ প্রধানও কালো জাদু থেকে মুক্ত হতে না পেরে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে। তবু শেষ রক্ষা হয় না। ইফরিদ-কুফরিদরা বহাল তবিয়তে থেকে যায় সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে। কখনো কখনো দুষ্টু গভর্নরের হাতের পুতুল হয়ে অদৃশ্য সব অপকর্ম ও অনাসৃষ্টি করে বেড়ায় কালো পোশাকে রাতের অন্ধকারে। নাটকটির মঞ্চসজ্জা, পোশাক ও আলোক পরিকল্পনায় রয়েছেন ফয়েজ জহির, সংগীত পরিকল্পনা ও সুর সংযোজন করেছেন শিশির রহমান, কোরিওগ্রাফি করেছেন আমিনুল আশরাফ। গান লিখেছেন রাফিক হারিরি ও মীর বরকত। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রইস উল ইসলাম, মোস্তফা কামাল, একেএম শহীদুল্লাহ কায়সার, সোহেল রানা, সালাম খোকন, অনন্যা গোস্বামী, জেএম মারুফ সিদ্দিকী, নিবিড় রহমান, নাশাত আনান চৌধুরী বিন্তু, আফরিন খান, অনুপমা আলম, নিলুফা মিম, রাহনুমা ইসলাম রাখী, মো. আব্দুল কাইয়ুম, রুবেল মজুমদার, মো. ওয়ালিউল ইসলাম সাকিব, নিশরাত জেবিন নিশি, শেখ সাজ্জাদুর রহমান ও ফাহিম আবরার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App