×

রাজনীতি

প্রধান বিচারপতিকে সন্ত্রাসী কায়দায় ছুটি নিতে বাধ্য করেছে সরকার: রিজভী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৭, ০৬:১৮ পিএম

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে সরকার সন্ত্রাসী কায়দায় ছুটি নিতে বাধ্য করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেছেন, একজন সুস্থ মানুষকে জোর করে অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত লেবার পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রিজভী। রিজভী আরও বলেন, এই সরকার দুর্বিনীত সরকার বলেই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে সন্ত্রাসী কায়দায় ছুটি নিতে বাধ্য করেছে। এরা বেআইনি সরকার। দুর্বিনীত সরকার, ডাকাতির সরকার। সেই কারণে একজন বহাল তবিয়তে সুস্থ মানুষ গ্রীষ্মকালীন ছুটি কাটিয়ে তিনি আবার আদালতে বসলেন। তার পরের দিন কীভাবে তাঁকে সরানো হলো? এটা কি বাংলাদেশের মানুষ জানে না? বাংলাদেশের মানুষ একেবারে আপনি তাঁদেরকে বেকুব মনে করেন, নির্বোধ মনে করেন যে কিছুই বুঝতে পারে না? কারা যাচ্ছে, কারা থ্রেট করছে, কারা জালিয়াতির ছুটি স্বাক্ষর করেছে সব বাংলাদেশের মানুষ জানে। এর প্রতিটি অপরাধ, প্রতিটি অপকর্ম, প্রতিটি বেআইনি কর্মকাণ্ডের হিসাব কড়ায় গণ্ডায় জনতার আদালতে নেওয়া হবে।’ লেবার পার্টির প্রতিনিধি সম্মেলনে দলটির চেয়ারম্যান ডা.মোস্তাফিজুর রহমান ইরান, নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান, সাধারন সম্পাদক আবুল হাসেম বক্কর, লেবার পার্টির নগর সভাপতি আলাউদ্দিন আলী বক্তব্য দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App