×

জাতীয়

ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে ফসলের ক্ষতি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৭, ১০:২১ পিএম

ঝিনাইগাতী উপজেলায় অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ১০ কোটি টাকা মূল্যের আমন ফসলের ক্ষতি হয়েছে।

জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর আকস্মিক পাহাড়ি ঢলে উপজেলার ৫টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে শত শত একর জমির উঠতি আমন ফসল পানির নিচে তলিয়ে যায়। উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম বলেন, ঢলের পানিতে তলিয়ে প্রায় ৪০০ পুকুরের কোটি টাকা মূল্যের মাছ ভেসে গেছে। মাছের ক্ষতি হওয়ায় চাষিরা এখন দিশেহারা। চলতি মৌসুমে এ উপজেলায় ১৪ হাজার ৬৭৫ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫০০ হেক্টর জমির আমন ফসল ঢলের পানিতে তলিয়ে যায়। এখনো নিমজ্জিত রয়েছে শত শত হেক্টর জমি। পানি ধীর গতিতে নামছে। পানি কমার পাশাপাশি ক্ষতির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যমতে, ১ হাজার ১০ হেক্টর জমির ফসল পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ আনুমানিক ৯ কোটি ১৪ লাখ ৯৪ হাজার টাকা। তবে বেসরকারিভাবে ক্ষতির পরিমাণ দ্বিগুণ হবে বলে জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা। ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় চলতি মৌসুমে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় উপজেলার কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। এ ছাড়া রাস্তাঘাট বিধ্বস্ত হওয়ার পাশাপাশি নদীভাঙনের কবলে পড়তে বসেছে দিঘিরপাড় ফাযিল মাদ্রাসা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App