×

পুরনো খবর

ক্ষীর পাটিসাপটা তৈরির রেসিপি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৭, ০৩:৩২ পিএম

মজাদার একটি পিঠা পাটিসাপটা। মিষ্টি স্বাদের এই লোভনীয় পিঠাটির নাম শুনলে অনেকেরই জিভে জল চলে আসে। বিশেষ করে ক্ষীর পাটিসাপটা হলে তো কথাই নেই। চলুন জেনে নেই এই মজাদার ক্ষীর পাটিসাপটা তৈরির রেসিপি। উপকরণ : পোলাও চালের গুঁড়ো- ৫০০ গ্রাম, আটা- ১ কাপ, গরুর দুধ- দেড় কেজি, চিনি- দেড় কাপ ও তেল অল্প। প্রণালি : দুধ জ্বাল দিয়ে কিছুটা কমে এলে এক কাপ চিনি দিয়ে আবার জ্বাল দিতে হবে। মাঝে মাঝে নাড়তে হবে। দুধ কমে এলে ১ চা-চামচ চালের গুঁড়োতে অল্প দুধ মিশিয়ে বাকি দুধে ঢেলে নাড়তে হবে। কিছুণ পর নামিয়ে নিতে হবে। এবার চালের গুঁড়ো আটা, চিনি এবং পানি মিলিয়ে মসৃণ গোলা তৈরি কতে হবে। পানি এমন আন্দাজে দিতে হবে যেন বেশি পাতলা না হয় আবার বেশি ঘন না থাকে। এবার তাওয়ায় সামান্য তেল মাখিয়ে বড় গোল ডালের চামচে এক চামচ গোলা তাওয়ায় দিয়ে ছড়িয়ে দিতে হবে। ওপরটা শুকিয়ে এলে একপাশে এক টেবিল চামচ ক্ষীর রেখে পিঠা মুড়ে চ্যাপ্টা করে দিতে হবে। চিনির পরিবর্তে গুড় দিয়েও পাটিসাপটা ভালো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App