×

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় দাবানলে ১০ জনের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৭, ১০:২৮ এএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওয়াইন এলাকায় দাবানলের ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৫শ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর বিবিসি। নাপা, সোনোমা এবং ইউবা কাউন্টির প্রায় ২০ হাজার মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে। কিছু কিছু রাজ্যে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ওই ঘোষণায় বলা হয়েছে, আগুনের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং দাবানল হাজার হাজার মানুষ এবং বাড়ি-ঘরের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলে সোনোমা কাউন্টিতে সাতজনের মৃত্যু হয়েছে। অপরদিকে নাপা কাউন্টিতে দু’জন এবং মেনডিাসিনো কাউন্টিতে একজনের মৃত্যু হয়েছে। আগুনের কারণে কয়েক হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দাবানলের কারণে বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া কয়েকজন নিখোঁজ হয়েছে বলেও খবর পাওয়া গেছে। ক্যালিফোর্নিয়ার ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রটেকশন বিভাগের প্রধান কিম পিমলট জানিয়েছেন, দাবানলের কারণে ইতোমধ্যেই প্রায় ১৫শ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার রাতে হঠাৎ করেই দাবানলের ঘটনা ঘটে। এরপর আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App