×

জাতীয়

এরশাদকে বাদ দিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৭, ০৮:৫৫ পিএম

ঢাকা-৪ আসনের এমপি ও জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সমর্থন ছাড়া কেউ এককভাবে ক্ষমতায় যেতে পারবে না। এবারও এরশাদের হাতেই ক্ষমতার ট্রামকার্ড।

মঙ্গলবার বিকালে রাজধানীর শ্যামপুরে শ্যামপুর ও কদমতলি থানা জাতীয় পার্টির এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

১৪ অক্টোবর ঢাকা রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় যৌথসভা সফল করতে স্থানীয় জাতীয় পার্টি এই প্রস্তুতি সভার আয়োজন করে।

কদমতলি থানা জাতীয় পার্টির সভাপতি শামসুজ্জামান কাজলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, কদমতলি থানার সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, শ্যামপুর থানার সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, জহিরুল ইসলাম সরকার, সুলতানা আহমেদ লিপি, মাইনুদ্দিন বাবু, হানিফ সর্দার।

সভায় এমপি বাবলা বলেন, দেশের মানুষ তথাকথিত দুই বড় দলের ওপর নানা কারণে বিরক্ত। জাতীয় পার্টি হচ্ছে সাধারণ মানুষের একমাত্র আশা ভরসার আশ্রয়স্থল। তাই যে কোনো মূল্যে আগামী নির্বাচনে এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটকে ক্ষমতায় বসাতে হবে।’ ১৪ অক্টোবর জাতীয় পার্টির কেন্দ্রীয় যৌথসভা সফল করার আহ্বান জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App