×

ফুটবল

আর্জেন্টিনার বিশ্বকাপে খেলা, নানা সমীকরণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৭, ০৫:৩৪ পিএম

বিশ্বকাপের টিকেট পেতে বাছাই পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি মেসিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধবার মাঠে নামবে আর্জেন্টিনা। ইকুয়েডরের বিপক্ষে মেসিদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে ৫টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ৩। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেতে হলে আজেন্টিনার সামনে জয়ের বিকল্প নেই। এ ম্যাচের উপর নির্ভর করছে তাদের বিশ্বকাপ খেলা। বিশ্বকাপের বাছাই পর্বে এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে তারা। ইকুয়েডরের বিপক্ষে শেষ দুইবারের সাক্ষাতে একটিতে জয় পায় আর্জেন্টিনা। বিশ্বকাপে সুযোগ পেতে আর্জেন্টিনার সামনে জয়ের বিকল্প নেই। তবে বাছাই পর্বের ম্যাচটি হবে ইকুয়েডরের মাঠেই। সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার মিটার ওপরের এ মাঠে খেলতে অস্বস্তিতে ভোগে সবাই। নিজেদের শেষ ম্যাচের জন্য এর চেয়ে কঠিন ভেন্যু পেতেন না মেসিরা। সেখান থেকে খুব কম দলই জিতে আসতে পেরেছে। আজ ইকুয়েডরের ম্যাচটি আর্জেন্টিনাকে দাঁড় করিয়ে দিয়েছে অনেক রকম সমীকরণের সামনে। নিচে বেশ কয়েকটি সমীকরণ দেওয়া হল- আর্জেন্টিনা জিতলে * প্লে-অফে খেলা নিশ্চিত। * সরাসরিই বিশ্বকাপে খেলবে, যদি পেরু-কলম্বিয়া ম্যাচটা ড্র হয় এবং চিলি হারে ব্রাজিলের কাছে। আর্জেন্টিনা ড্র করলে, সরাসরি খেলবে, যদি * কলম্বিয়া পেরুকে হারায়, চিলি দুই বা এর বেশি গোলের ব্যবধানে ব্রাজিলের কাছে হারে এবং প্যারাগুয়ে ভেনেজুয়েলাকে হারাতে না পারে। * পেরু দুই বা এর বেশি গোলের ব্যবধানে কলম্বিয়াকে হারায়, চিলি দুই বা এর বেশি গোলের ব্যবধানে ব্রাজিলের কাছে হারে এবং প্যারাগুয়ে ভেনেজুয়েলাকে হারাতে না পারে। প্লে-অফে খেলবে, যদি * কলম্বিয়া পেরুকে হারায় এবং প্যারাগুয়ে-ভেনেজুয়েলা ম্যাচটা ড্র হয়। * পেরু কলম্বিয়াকে হারায়, চিলি দুই বা এর বেশি গোলের ব্যবধানে হারে ব্রাজিলের কাছে এবং প্যারাগুয়ে ভেনেজুয়েলাকে হারাতে না পারে। * কলম্বিয়া পেরুকে হারায় এবং চিলি দুই বা এর বেশি গোলের ব্যবধানে হারে ব্রাজিলের কাছে। * পেরু-কলম্বিয়া ম্যাচ ড্র হয়, চিলি দুই বা এর বেশি গোলের ব্যবধানে হারে ব্রাজিলের কাছে এবং ভেনেজুয়েলা না জেতে। * পেরু দুই বা এর বেশি গোলের ব্যবধানে হারে কলম্বিয়ার কাছে এবং একই ব্যবধানে চিলি হারে ব্রাজিলের কাছে। আর্জেন্টিনা হেরে গেলে * প্লে-অফে খেলবে, যদি কলম্বিয়া পেরুকে দুই বা এর বেশি গোলের ব্যবধানে হারায় এবং ভেনেজুয়েলা না জেতে। কখন খেলা, দেখা যাবে কোন চ্যানেলে ইকুয়েডর-আর্জেন্টিনা (সরাসরি, আগামীকাল (বাংলাদেশ সময়) ভোর ৫-৩০ মি., সনি টেন ৩) ব্রাজিল-চিলি (সরাসরি, আগামীকাল ভোর ৫-৩০ মি., সনি টেন ২) পেরু-কলম্বিয়া (সরাসরি, আগামীকাল ভোর ৫-৩০ মি., সনি ইএসপিএন)

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App