রণবীর কাপুর। আপাতত ঘোড়ায় চড়া শিখছেন তিনি। কেন শিখছেন? আগেরকার দিনে রাজা-বাদশাদের এমন শখ ছিল। তথাকথিত রাজ-রক্ত গায়ে থাকার কারণে রণবীরেরও কি সেই শখ?
রহস্যের সমাধান করলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। তার নতুন ছবি ‘ড্রাগন’এ জন্যই রণবীর ঘোড়ায় চড়া শিখছেন।
অয়ন বলেছেন, ‘‘ড্রাগনে অনেক অ্যাকশন রয়েছে। সেই ট্রেনিংয়ের অংশ হিসেবেই ঘোড়ায় চড়া শিখছেন রণবীর। অনেক জিমন্যাস্টিকও শিখছে ও। ছবির ফ্লেভার বুঝে দর্শকদের সঙ্গে কমিউনিকেট করতে হবে রণবীরকে। আমরা ওই স্বপ্নের দুনিয়াটা কল্পনা করার চেষ্টা করছি। সেই মতো কাজও এগোচ্ছে।’’
এই ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করবেন আলিয়া ভাট। তবে বলিউড মিডিয়া বলছে, এই ছবির আসল নাম ‘ড্রাগন’ নয়। আসল নাম আর কয়েক দিন পরে ঘোষণা করবেন অয়ন। আগামী বছরের শুরুতে শুটিং শুরু হবে। ইন্ডিয়া ডটকম
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।