‘ঢাকা অ্যাটাক’র এক দিনে আয় সাড়ে ৪ কোটি টাকা

আগের সংবাদ

বৃহস্পতিবার হরতাল

পরের সংবাদ

এরশাদকে বাদ দিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না

প্রকাশিত: অক্টোবর ১০, ২০১৭ , ৮:৫৫ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ১০, ২০১৭ , ৮:৫৫ অপরাহ্ণ

ঢাকা-৪ আসনের এমপি ও জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সমর্থন ছাড়া কেউ এককভাবে ক্ষমতায় যেতে পারবে না। এবারও এরশাদের হাতেই ক্ষমতার ট্রামকার্ড।

মঙ্গলবার বিকালে রাজধানীর শ্যামপুরে শ্যামপুর ও কদমতলি থানা জাতীয় পার্টির এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

১৪ অক্টোবর ঢাকা রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় যৌথসভা সফল করতে স্থানীয় জাতীয় পার্টি এই প্রস্তুতি সভার আয়োজন করে।

কদমতলি থানা জাতীয় পার্টির সভাপতি শামসুজ্জামান কাজলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, কদমতলি থানার সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, শ্যামপুর থানার সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, জহিরুল ইসলাম সরকার, সুলতানা আহমেদ লিপি, মাইনুদ্দিন বাবু, হানিফ সর্দার।

সভায় এমপি বাবলা বলেন, দেশের মানুষ তথাকথিত দুই বড় দলের ওপর নানা কারণে বিরক্ত। জাতীয় পার্টি হচ্ছে সাধারণ মানুষের একমাত্র আশা ভরসার আশ্রয়স্থল। তাই যে কোনো মূল্যে আগামী নির্বাচনে এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটকে ক্ষমতায় বসাতে হবে।’ ১৪ অক্টোবর জাতীয় পার্টির কেন্দ্রীয় যৌথসভা সফল করার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়