×

আন্তর্জাতিক

শ্রীনগর হামলার মূল পরিকল্পনাকারী খালিদ কাশ্মিরে নিহত

Icon

কাগজ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৭, ০৯:৪২ পিএম

পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের ইউনিট কমান্ডার খালিদ ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বারামুল্লার লাদুরায় নিহত হয়েছে। বিশেষ বাহিনীর অভিযানের সময় সোমবার সকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে সে মারা যায়। গত সপ্তাহে শ্রীনগর বিমান বন্দরে আত্মঘাতী হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে তাকে সন্দেহ করা হয়। ধারণা করা হয় খালিদ পাকিস্তানে প্রশিক্ষণ নেয় এবং ১২সদস্যের একটি দল নিয়ে সম্প্রতি সীমানা অতিক্রম করে। একমাস আগে পালামৌর ডিস্ট্রিক্ট পুলিশ লাইন হামলার সাথেও সে জড়িত ছিল বলে সন্দেহ করা হয়। এ হামলায় চারজন আধাসামরিক বাহিনীর সদস্য এবং চারজন পুলিশ সদস্য নিহত হয়। খালিদের নাম প্রথম সামনে আসে একবছর আগে যখন সেনাবাহিনী বারামুলায় একটি জইশ মডিউল খুঁজে পায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় তার নেতৃত্বাধীন ইউনিটই দুইমাস আগের বারামুলা সেনা কনভয়ে হামলার জন্য দায়ী। ঐ হামলায় দুই ভারতীয় সেনা সদস্য এবং একজন পুলিশ নিহত হয়। এনডিটিভি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App