×

জাতীয়

রাজশাহীতে পাঁচ কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৭, ০১:৫৮ পিএম

জেলার গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ কেজি হেরোইনসহ সাজেমান আলী (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী র‌্যাব-৫ সদস্যরা। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে গোদাগাড়ী পৌরসভার সারেংপুর নতুনপাড়া এলাকায় পদ্মা নদীর পাড়ে অভিযান চালিয়ে তাকে  গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে র‌্যাব-৫ মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সাজেমান আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর হাকিমপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে। র‌্যাব বলছে, সাজেমান একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আগে থেকেই মাদকের একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। শেষ পর্যন্ত হেরোইনের বড় একটি চালানসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আইনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরেই ভারত-বাংলাদেশ সীমান্তে হেরোইনের কারবার করে আসছিল সাজেমান। দীর্ঘ সময় ধরে তাকে গোয়েন্দা নজরদারির ভেতরে রেখেছিল রাজশাহী র‌্যাব-৫। রোববার বিকেলে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল জানতে পারে, হেরোইনের বড় একটি চালান বিক্রির জন্য গোদাগাড়ীর সারেংপুর পদ্মার পাড়ে অবস্থান করছে শীর্ষ মাদক ব্যবসায়ী সাজেমান। এরপরই র‌্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সাকিবুল ইসলাম খানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে পাঁচ কেজি হেরোইনসহ সাজেমানকে গ্রেপ্তার করে। র‌্যাব জানিয়েছে, জব্দ করা হেরোইনগুলোর আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা। এসব হেরোইনসহ গ্রেপ্তারকৃত সাজেমানকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App