×

জাতীয়

যশোরে জঙ্গি মারজানের বোনকে অাত্মসমর্পণের আহ্বান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৭, ০১:৪২ পিএম

যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অবস্থান করা জঙ্গি মারজানের বোন খাদিজাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। সোমবার বেলা ১১টা ১৫ মিনিটে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান হ্যান্ড মাইকে খাদিজা ও তার পরিবারের সদস্যদর আত্মসমর্পণের আহ্বান জানান। হ্যান্ড মাইকে আনিসুর রহমান বলেন, ‘খাদিজা আপনি বেরিয়ে আসেন। আপনার সঙ্গে আমরা কথা বলতে চাই। আপনার সঙ্গে শিশুও রয়েছে। তাদের কথা চিন্তা করে আপনি বেরিয়ে আসেন। আপনি আত্মসমর্পণ করেন। আমরা আপনার সকল সহযোগিতা করবো।’ তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পুলিশ সুপারের আহ্বানে সাড়া দেননি খাদিজা। পরে ঘটনাস্থলে ব্রিফিং করেন আনিসুর রহমান। তিনি জানান, ওই বাড়িতে পাঁচটি পরিবার ছিল। তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বাড়ির দ্বিতীয় তলায় জঙ্গি মারজানের বোন খাদিজা রয়েছেন। তার সঙ্গে একাধিক শিশু রয়েছে। এর আগে সোমবার ভোর ৫টার দিকে এএসপি মাহবুবের নেতৃত্বে সোয়াতের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। টিমটি ওই এলাকা পরিদর্শন করেছে। শহরের ঘোপ এলাকার ওই বাড়িটি রোববার মধ্যরাত থেকে ঘিরে রাখা হয়েছে। সোয়াটের দেওয়া তথ্যের ভিত্তিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ পদক্ষেপ নিয়েছে। বাড়ির মালিক যশোর জিলা স্কুলের শিক্ষক হায়দার আলী জানান, বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া মশিউর রহমান। তার ফ্ল্যাটে জঙ্গি রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মশিউর রহমান একটি হারবাল কোম্পানিতে চাকরি করেন। তার বাড়ি কুষ্টিয়ায়। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমল হুদা জানান, রাত ২টা থেকে ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ওই এলাকায় সাংবাদিকসহ কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুর রহমান (ক- সার্কেল) সাংবাদিকদের জানান, সোয়াতের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। এই বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে।
 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App