×

জাতীয়

সরকারি হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের সুপারিশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৭, ০৭:৩৯ পিএম

জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভায় সরকারি হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন করে ডেপুটেশনে বদলি বন্ধের ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। সংসদ ভবনে আজ রবিবার কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য মো. শহীদুজ্জামান সরকার, আলহাজ্ব এডভোকেট মো. রহমত আলী, মো. আ. কুদ্দুস, মো. আব্দুল মজিদ খান, মীর মোস্তাক আহম্মেদ রবি সভায় অংশগ্রহণ করেন। সভায় ৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং ১০ম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও মন্ত্রীর পক্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অনুকূলে দেয়া প্রতিশ্রুতির ওপর আলোচনা করা হয়। এছাড়াও দক্ষিণ এশীয় স্পিকারদের শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ২০৪০ সালের মধ্যে দেশে তামাকের ব্যবহার নির্মূল করার বিষয়ে প্রদত্ত প্রতিশ্রুতির উপর আলোচনা করা হয়। সভায় জানানো হয়, ২০১৭-২০১৮ অর্থ বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় ৭ হাজার ৩৬৭ কোটি টাকা ব্যয়ে মোট ৪৫ টি প্রকল্প এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় ১ হাজার ৬১৯ কোটি টাকা ব্যয়ে ১৫ টি প্রকল্প বাস্তবায়নাধীন আছে। বাসস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App