×

জাতীয়

শাহজালালে ৭ কেজি সোনা জব্দ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৭, ১০:৫৩ এএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  তৈরি পোশাক আমদানির চালান থেকে ৭ কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। জব্দ করা সোনার মূল্য প্রায় ৩ কোটি ৫ লাখ টাকা। শনিবার দিনগত রাতে অভিযান চালিয়ে চালানটি সিঙ্গাপুর থেকে আসা এসকিউ ৪৪৬ বিমান থেকে ওই সোনা উদ্ধার করা হয়। রোববার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য নিশ্চিত করেছেন। শুল্ক গোয়েন্দা জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের এয়ার ফ্রেইড এলাকা থেকে সোনার চালানটি জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ ৪৪৬ ফ্লাইটে করে একটি তৈরি পোশাক কারখানার নামে আমদানি করা ৪ রোল (২২ কেজি) একটি কাপড়ের চালান আসে। চালানটি নমুনা হিসেবে সিঙ্গাপুর থেকে রবিন নামে এক ব্যক্তি পাঠিয়েছেন। বিমানটি শাহজালালে অবতরণের পর কার্গো থেকে শুল্ক গোয়েন্দা সদস্যরা চালানটি আটক করে। পরে কাপড়ের চালানটি স্ক্যানিংয়ে দিলে সোনার অস্তিত্ব পাওয়া যায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় শুল্ক গোয়েন্দা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App