×

ভারত

ভারতে বিধবা বিবাহে ভাতা ২ লাখ!

Icon

কাগজ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৭, ০৮:৫৪ পিএম

১৮৫৬ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে বিধবা বিবাহ আইন তৈরি হয়েছিল ভারতীয় উপমহাদেশে। তবে জীবনের শেষ দিন পর্যন্ত তাকে যন্ত্রণার সঙ্গে উপলব্ধি করে যেতে হয়েছে, আইন হলেও বাস্তবে এ লড়াই কতটা কঠিন। তার পর স্বাধীন হয়েছে ভারত। দেখতে দেখতে ৭০টা বছর কেটে গিয়েছে স্বাধীনতার। বিদ্যাসাগরের সেই স্বপ্ন আজও পূর্ণতা পায়নি। এত বছর পরেও বিধবা বিবাহ বাড়াতে আর্থিক পুরস্কার দেওয়ার কথা ভাবছে ভরাতের মধ্যপ্রদেশের রাজ্য সরকার। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শিবরাজ সিংহ চৌহান সরকার সিদ্ধান্ত নিতে চলেছে, বিধবা বিবাহ করলে দেওয়া হবে এক কালীন দুইলাখ টাকা। ইতিমধ্যেই এই প্রকল্পের একটি খসড়া তৈরি করা হয়েছে। শীঘ্রই তা পাঠানো হবে অর্থ দপ্তরে। সেখানে আনুষ্ঠানিক ছাড়পত্র পাওয়ার পর সেটি রাজ্য মন্ত্রীসভার অনুমোদনের জন্য পাঠানো হবে। সরকারি সূত্রের দাবি, সব কিছু ঠিকঠাক চললে, আগামী তিন মাসের মধ্যেই এই প্রকল্প বাস্তব রূপ পেয়ে যাবে। মধ্যপ্রদেশ সরকারের দাবি, এই ধরনের উদ্যোগ ভারতে এই প্রথম। এই প্রকল্প চালু হলে বছরে প্রায় এক হাজার বিধবার বিয়ে হবে বলে আশা মধ্যপ্রদেশ সরকারের। খসড়া অনুসারে, ১৮ থেকে ৪৫ বছর বয়সী বিধবাকে বিয়ে করলে সংশ্লিষ্ট ব্যক্তি পাবেন ২ লাখ টাকা। প্রাথমিক ভাবে প্রকল্পের জন্য বছরে ২০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এই প্রকল্পের যাতে অপব্যবহার না হয় সে জন্য কয়েকটি শর্তও রাখা হচ্ছে। যেমন, যিনি কোনও বিধবাকে বিয়ে করবেন তার সেটাই প্রথম বিয়ে হতে হবে। জেলা কালেক্টরেটে বিবাহ নথিভুক্ত করতে হবে। গ্রাম পঞ্চায়েত বা কোনও স্থানীয় সংস্থার দেওয়া প্রমাণপত্র এ ক্ষেত্রে গ্রাহ্য হবে না বলেও খসড়ায় বলা হয়েছে। গত জুলাই মাসে ভারতের সুপ্রিম কোর্ট বিধবাদের বিবাহে উত্সাহিত করতে একটি নীতি প্রণয়নের জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল। আদালতের ওই নির্দেশের পরিপ্রেক্ষিতেই এ ধরনের প্রকল্প বলে মনে করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App