×

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৭, ১১:০৩ এএম

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস-ট্রাক-সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে আরও দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী ও শিশুও রয়েছেন। তারা সম্পর্কে মা-ছেলে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মোট চারজনের মৃত্যু হলো। দুর্ঘটনায় আহত হয়েছেন আটজন। রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার বিশ্বরোড মালিহাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই বাসের যাত্রী। আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন বাস চালকের সহকারী মুমিন মিয়া (৩৮), যাত্রী সৈয়দ হোসেন (৫৫), পারভীন (৩০) ও তার শিশু পুত্র নূরুন্নবী (৩ মাস)। সরাইল বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইউনুস মিয়া জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্রদূত পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী মালবাহী একটি ট্রাক ও একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত হয় ১০ জনের মতো। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়ার পর মারা যান আরও দুইজন। বাকি আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের নামপরিচয় জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App