×

আন্তর্জাতিক

ঘানায় গ্যাস স্টেশনে বিস্ফোরণে নিহত ৭, আহত ৬৮

Icon

কাগজ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৭, ০৮:৪৯ পিএম

প্রাকৃতিক গ্যাসের একটি ডিপোতে বিস্ফোরণে ঘানায় অন্তত ৭ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছে। আহতদের বেশিরভাগই অগ্নিদগ্ধ হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানী আক্রায় পূর্বাংশে অবস্থিত রাষ্ট্রায়ত্ত জিওআইএল তরল প্রাকৃতিক গ্যাস স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। গ্যাস স্টেশনটিতে বিস্ফোরণের পর বিশাল আকারের অগ্নিগোলক আকাশে উঠতে দেখা যায়। বিস্ফোরণের পর আশেপাশের ভবনগুলোর আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে চলে গেছে। তবে অনেককে পুলিশ জোর করে সরিয়ে নিয়েছে বলেও খবর পাওয়া গেছে। তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ ঘানায় এর আগে ২০১৫ সালে এ ধরনের একটি দুর্ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়। এবিসি নিউজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App