×

আন্তর্জাতিক

ঘানার রাজধানীতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৭, ১০:৫৭ এএম

ঘানার রাজধানী আক্রায় প্রাকৃতিক গ্যাসের মজুতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় কমপক্ষে একজন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে আগুনের বিশাল গোলা আকাশে উঠে যায়। এ ঘটনার পর আক্রার উত্তর-পূর্বের অ্যাটমিক জাংশন এলাকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। বিবিসি অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। গ্যাস সরবরাহের সময় একটি ট্যাংকারে আগুন ধরে এ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে একজনের মৃত্যর তথ্য নিশ্চিত করেছে আক্রার কর্তৃপক্ষ। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে জানা যায়নি। ২০১৫ সালে এই শহরে একটি পেট্রোল স্টেশনে বিস্ফোরণে ১৫০ জন মারা গিয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App