×

ক্রিকেট

আশা জাগিয়েও বিদায় নিলেন মুশফিক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৭, ০৫:৪৬ পিএম

আশা জাগিয়েও লাঞ্চের আগে বিদায় নিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক (টেস্ট) মুশফিকুর রহিম। ৪৫ বলে ২৬ রান করে পার্নেলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মুশফিক। পার্নেলের বলে আম্পায়ারের কলে আউট হলে রিভিউ নেন তিনি। কিন্তু রিভিউতে সফল হননি মুশফিক। এর আগে ইনিংসের ১৪তম ওভারে মাথায় আঘাত পান মুশফিকুর রহিম। ডুয়ান অলিভিয়েরের শর্ট বলটি মাথা নুইয়ে ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু বল মুশফিকের হেলমেটে আঘাত করে। আঘাত পেয়ে মাটিতে শুয়ে পড়েন মুশফিক। এর আগে ইনিংস হারের শঙ্কা মাথায় নিয়েই বুমফন্টেইনে রবিবার তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ইমরুল কায়েস ও সৌম্য সরকার ব্যাটিং শুরু করেন। তবে দলীয় স্কোরবোর্ডে ৬ রান যোগ হতেই রাবাদার বলে ডু প্লেসিসের হাতে ধরা পড়েন সৌম্য (৩)। পরে ইমরুলের সঙ্গে জুটি বাঁধেন মুমিনুল হক। এরপর দলীয় ২৯ রানে দলের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে রাবাদার শিকার হয়ে মাঠ ছাড়েন মুমিনুল (১১)। এদিকে ব্যাট হাতে থিতু হওয়ার চেষ্টা করেও পারলেন না ইমরুল। ডুয়ানে অলিভিয়ের লেগ স্টাম্পের বাইরের বল গ্ল্যান্স করতে গিয়ে উইকেটের পেছনে থাকা ডি ককের হাতে ধরা পড়েন তিনি। আউট হওয়ার আগে ৫৩ বলে ৩২ রান করেন ইমরুল। শনিবার চার উইকেটে ৫৭৩ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা| পরে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ১৪৭ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে। এ কারণে শনিবারই ফের ব্যাট হাতে নামতে হয় বাংলাদেশকে। এদিন দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান করে দিনের খেলা শেষ করে। সেখান থেকেই আজ তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। এর আগে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে প্রথম টেস্ট হেরে ইনিংসে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App