×

জাতীয়

কাল জেএসডি ও জাসদের সঙ্গে ইসির সংলাপ

Icon

এন রায় রাজা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৭, ০৯:২৫ পিএম

এন রায় রাজা : আ স ম আবদুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে কাল রোববার সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে কাল সকাল ১১টায় জেএসডি ও বিকেল ৩টায় জাসদের সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা এতে সভাপতিত্ব করবেন। এ সময় অন্যান্য নির্বাচন কমিশনারসহ ইসির ভারপ্রাপ্ত সচিবও উপস্থিত থাকবেন।

পরবর্তীতে ৯ অক্টোবর সকালে জাতীয় পার্টি, ১০ অক্টোবর সকালে বিকল্পধারা বাংলাদেশ এবং বিকেলে ইসলামী ঐক্যজোট, ১১ অক্টোবর সকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকেলে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ১২ অক্টোবর সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বিকেলে গণতন্ত্রী পার্টির সঙ্গে মতবিনিময় সভা হবে। ১৫ অক্টোবর বিএনপির সঙ্গে সংলাপে বসবে ইসি এবং আগামী ১৮ অক্টোবর ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App