×

খেলা

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করবে ভারত : শেবাগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৭, ০১:০৩ পিএম

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটা ভারত জিতেছে ৪-১ ব্যবধানে। প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগের ভবিষৎবাণী, ভারত সিরিজ জিতবে ৩-০ ব্যবধানে। দুই দলের সবশেষ টি-টোয়েন্টি সিরিজটা জিতেছিল ভারত। গত বছর অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল ভারতীয়রা। এবার দেশের মাটিতেও সেটার পুনরাবৃত্তি দেখছেন শেবাগ। ইন্ডিয়া টিভিকে শেবাগ বলেছেন, ‘আমি মনে করি, ভারত টি-টোয়েন্টি সিরিজ জিতবে ৩-০ ব্যবধানে। কারণ, আমরা ওদের অস্ট্রেলিয়ায় ৩-০ ব্যবধানে হারিয়েছি। সুতরাং আমি মনে করি, নিজেদের আঙিনায় আমরা সহজেই অস্ট্রেলিয়াকে ৩-০ তে হারাতে পারি।’ অসুস্থ স্ত্রীর পাশে থাকতে ওয়ানডে সিরিজে ছুটি নিয়েছিলেন শিখর ধাওয়ান। বাঁহাতি ওপেনার টি-টোয়েন্টি সিরিজে ফিরেছেন। ধাওয়ান ও রোহিত শর্মার ইনিংস ওপেন করা উচিত বলে মনে করেন শেবাগ। ‘আমি মনে করি, টি-টোয়েন্টিতে শিখর ধাওয়ান ও রোহিত শর্মা ওপেন করবে। শ্রীলঙ্কায় দুজনেরই ভালো একটা সিরিজ গেছে। এরপর শিখর পারিবারিক সমস্যার কারণে ছুটি নিয়েছিল। আবার যখন ফিরেছে, সে খেলার সুযোগ পাবে। আর রোহিত অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছে। সে অবশ্যই সুযোগ পাবে’- বলেন শেবাগ। দুই অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ ভারতের জন্য ভয়ংকর হয়ে উঠতে পারেন বলে মনে করেন ‘বীরু’, ‘টি-টোয়েন্টি সিরিজে ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ ভারতের জন্য ভয়ংকর হয়ে উঠতে পারে। দুই অসি ওপেনারই ওয়ানডে সিরিজে তাদের ফর্ম পুনরুদ্ধার করেছে। ওরা যদি ১০ কিংবা ১৫ ওভার উইকেটে থাকতে পারে, তাহলে ওরা অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতাতে পারে।’ দুই দলের মুখোমুখি শেষ ছয় টি-টোয়েন্টি ম্যাচই ভারত জিতেছে। অস্ট্রেলিয়া সবশেষ ভারতকে হারিয়েছে ২০১২ সালে কলম্বোয় টি-টোয়েন্টি বিশ্বকাপে। রাঁচিতে শনিবার অস্ট্রেলিয়ার জন্য তাই জয়ে ফেরার লড়াই। কিন্তু অস্ট্রেলিয়ার জন্য দুঃসংবাদ হয়ে এসেছে অধিনায়ক স্টিভ স্মিথের চোট। কাঁধের চোট নিয়ে দেশে ফিরে যাচ্ছেন স্মিথ । অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার।
 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App