×

আন্তর্জাতিক

শান্তির নোবেল পেল আইক্যান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৭, ০৩:৫৯ পিএম

শান্তিতে এ বছর নোবেল পুরস্কার পেয়েছে আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ প্রচারাভিয়ানে কাজে করা সংগঠনগুলো জোট আইক্যান (আইসিএএন)। শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রেইস-অ্যান্ডারসন বিজয়ীর নাম ঘোষণা করেন। এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হয়েছিল। গতবার শান্তিতে নোবেল পুরস্কার জিতে নেন পাঁচ দশকের রক্তস্রোত বন্ধ করে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস। টানা কয়েক বছরের চেষ্টার পর কট্টর বামপন্থী ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে তিনি চূড়ান্ত শান্তিচুক্তি সই করতে সক্ষম হন। এর মাধ্যমে লাতিন আমেরিকার দীর্ঘতম রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়েছেন সান্তোস, যে লড়াইয়ে নিহত হয়েছে আড়াই লাখের বেশি মানুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App