×

জাতীয়

রোহিঙ্গাদের কলেরা প্রতিষেধক টিকা ১০ অক্টোবর থেকে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৭, ০৭:১৭ পিএম

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অবস্থানরত রোহিঙ্গাদের কলেরা ভ্যাকসিন (টিকা) খাওয়ানোর কার্যক্রম আগামী ১০ অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে কলেরা প্রতিষেধক টিকা খাওয়ানো কার্যক্রমে শিশু-কিশোরসহ সব বয়সী রোহিঙ্গারাই অন্তর্ভুক্ত থাকছে। তবে ১৫ বছর ও তার নীচের শিশু-কিশোরদের প্রত্যেককে ২ ডোজ এবং পনের উর্ধ্ব বয়সীদের এক ডোজ করে কলেরা প্রতিষেধক টিকা খাওয়ানো হবে। এ হিসেবে ৯ লাখ ওরাল কলেরা ভ্যকসিন (টিকা) প্রস্তুত রাখা হয়েছে। মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ওরাল কলেরা ভ্যাকসিন (টিকা) খাওয়ানো কার্যক্রমে দেশি-বিদেশি সাহায্য সংস্থাগুলো সহযোগিতা করবে। স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে ইতোমধ্যেই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অবস্থানরত রোহিঙ্গাদের হাম-রুবেলা, পোলিও এবং ভিটামিন-এ টিকা খাওয়ানো হয়েছে। কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নিবন্ধিত ও অনিবন্ধিত ক্যাম্পে থাকা সব রোহিঙ্গা এই টিকা কার্যক্রমের আওতায় থাকবে। উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও রোগ প্রতিষেধক টিকা কার্যক্রমের সমন্বয়কারী ডা. মিসবাহ উদ্দিন আহমেদ আজ এসব তথ্য জানান। তিনি বলেন, রোহিঙ্গারা প্রাণভয়ে বাংলাদেশে আসছে ঠিকই কিন্তু সেইসাথে তারা নিয়ে আসছে মারাত্মক সব সংক্রামক রোগ। ইতোমধ্যে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বিভিন্ন ক্যাম্পে। অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। অপুষ্টিজনিত কারণে রোহিঙ্গারা সহজেই এসব রোগে আক্রান্ত হচ্ছে। এজন্যই সরকারিভাবে রোহিঙ্গাদের কলেরা টিকা খাওয়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App