×

খেলা

রিয়ালে যাচ্ছেন কাভানি!

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৭, ১১:৪১ পিএম

রিয়াল মাদ্রিদ আগামী বছরের জানুয়ারির দিকে পিএসজির স্ট্রাইকার এডিনসন কাভানির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বলে জানা গেছে। তবে রিয়াল মাদ্রিদের বর্তমান স্ট্রাইকাররা যদি কোনো কারণে ভালো করতে না পারেন তবেই রিয়াল কাভানিকে নিজেদের দলে নিয়ে আসবেন। তবে এখনো পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোলানদো, করিম বেনজেমা ও গ্যারেথ বেল এবারের লা লিগায় টপ স্ট্রাইকারদের মধ্যে রয়েছেন। লা লিগায় রিয়াল মাদ্রিদের অবস্থান পাঁচ নম্বরে, যেখানে বার্সেলোনা এখনো পর্যন্ত এক নম্বর অবস্থান ধরে রেখেছে। [caption id="attachment_1284" align="aligncenter" width="729"] পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন কাভানি![/caption] তবে রিয়াল মাদ্রিদ কাভানির সঙ্গে চুক্তির বিষয়টি আরো প্রয়োজন মনে করছে এ কারণে যে, সম্প্রতি রেফারিকে ধাক্কা দেয়ার দায়ে রোনালদো চার ম্যাচে মাঠের বাইরে ছিল। তা ছাড়া গ্যারেথ বেল ও বেনজেমা দুজনকেই বারবার ইনজুরির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। আর এ কারণে রিয়াল মাদ্রিদের ম্যানেজার জিনেদিন জিদান ক্লাবের স্ট্রাইক শক্তিকে আরো শক্তিশালী করার জন্য অনেক দিন ধরেই একজন স্ট্রাইকার খুঁজছেন। পরবর্তীতে জিনেদিন জিদান পিএসজির স্ট্রাইকার এডিনসন কাভানিকে বেছে নেন। অন্যদিকে পিএসজিতেও উরুগুয়ান স্ট্রাইকার কাভানির সঙ্গে নেইমারের যে দ্বন্দ্ব চলছে তাকে সামনে রেখেও রিয়াল মাদ্রিদের ম্যানেজার কাভানিকে তার ক্লাবে নিয়ে আসার কথা ভাবছেন। গত সেপ্টেম্বরে পেনাল্টিকে কেন্দ্র করে নেইমারের সঙ্গে এডিনসন কাভানির দ্বন্দ্বের সূত্রপাত হয়। তা ছাড়া পিএসজিতে চলমান পরিস্থিতির কারণে কাভানিও ক্লাব পরিবর্তন করে নিজের ইচ্ছা অনুযায়ী ক্লাবে খেলতে চায় বলে জানিয়েছেন। যদিও নেইমারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কাভানি ফুটবলেরই অংশ বলে মনে করেন এবং সবকিছুরই একটা সমাধান আছে বলে জানান।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App